ভারতই যুদ্ধবিরতির অনুরোধ করেছিল, আবারও দাবি পাকিস্তানের

সাম্প্রতিক সংঘাতের পর যুদ্ধবিরতির অনুরোধ ভারত থেকেই এসেছে বলে আবারও জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই দাবি করেছেন।

তিনি আরও জানান, যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান নিরপেক্ষ কোনো স্থানে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৬ মে) পাকিস্তানের গণমাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত ১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পেছনে যে নাটকীয় কূটনৈতিক অগ্রগতি ঘটেছিল তা নিয়ে কথা বলেছেন। মূলত এই যুদ্ধবিরতি ভারতের জনগণ—বিশেষ করে ভারতের যুদ্ধোন্মাদ মিডিয়াকে—চমকে দিয়েছিল।

ইসহাক দার বলেছেন, এ যুদ্ধে পাকিস্তান নয়, বরং ভারতই যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল।

জিও নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’-এ বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, “গত ১০ মে পাকিস্তান ও ভারতের সেনাপ্রধানদের মধ্যে প্রথম যোগাযোগ হয়, এরপর ১২ মে তাদের মধ্যে আবারও কথা হয় এবং এরপর ১৪ মে তৃতীয় দফার কথা হবে বলে ঠিক হয়। আবার আগামী ১৮ মে তারা ফের যোগাযোগ করবেন।”

তিনি বলেন, দুই পক্ষই স্পষ্ট বুঝেছে যুদ্ধবিরতি কার্যত শুরু হয়ে গেছে এবং তা বজায় থাকবে। এখন দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) ধাপে ধাপে সেনা সরিয়ে পরিস্থিতি শান্তির দিকে ফিরিয়ে নেবেন।

দার বলেন, এই সেনা প্রত্যাহার তিন-চার দিন ধরে একেকটি ধাপে সম্পন্ন হবে এবং প্রতিটি ধাপে ডিজিএমও পর্যবেক্ষণ করবেন, যাতে পুরো প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যায়।
এ সময় তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, “শিমলা চুক্তি অনুযায়ী পাকিস্তান ও ভারত সব ইস্যু দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধান করবে—তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই। আমরা সেই চুক্তিতে সই করেছি এবং আমরা বরাবরই আলোচনার পক্ষপাতী।”

তিনি আরও বলেন, “কারগিল যুদ্ধের আগেও, পরেও, বহুবার আমরা দেখেছি ভারত দ্বিপাক্ষিক আলোচনার ওপরেই জোর দিয়েছে। আজকের বক্তব্যেও তা পরোক্ষভাবে স্পষ্ট। ফলে ভারতের পক্ষ থেকেই আজ দ্বিপাক্ষিক আলোচনার ইঙ্গিত এসেছে।”

তিনি জানান, যুদ্ধবিরতির পর দুই দেশ নিরপেক্ষ কোনও স্থানে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। এখনও সেই নিরপেক্ষ স্থান ঠিক হয়নি।

তার ভাষায়, “আগামী আট থেকে দশ দিনের মধ্যে ভারতের সেনাবাহিনী সেনা মোতায়েন কমাবে, সৈনিকদের তাদের শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে নেবে। তারপর আলোচনা শুরু হবে। বিশ্ব এত বড়, একটা জায়গা ঠিক করা কঠিন কিছু নয়।”

তিনি আশা প্রকাশ করেন, “একবার যখন সঠিক স্থান নির্ধারণ হবে, তখন দুই দেশ সেখানে বসে আলোচনায় অংশ নেবে।”

এর আগে গত সপ্তাহে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, যুদ্ধবিরতির অনুরোধ ভারতই করেছে, পাকিস্তান নয়। যুদ্ধবিরতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী গত রোববার স্পষ্টভাবে জানান, পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। তিনি বলেন, “আমি স্পষ্টভাবে রেকর্ডে রাখতে চাই যে— যুদ্ধবিরতির কোনো অনুরোধ পাকিস্তান থেকে করা হয়নি।”

তিনি ব্যাখ্যা করেন, “৬ ও ৭ মে রাতের ওই কাপুরুষোচিত ও নৃশংস হামলার পর ভারত যুদ্ধবিরতির অনুরোধ জানায়। কিন্তু পাকিস্তান তখন জানিয়ে দেয়, আমরা উপযুক্ত জবাব দেওয়ার পরই বিষয়টি নিয়ে আবার কথা বলব।”

তিনি আরও বলেন, “১০ মে পাকিস্তান পাল্টা জবাব এবং প্রতিশোধ নেওয়ার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বানে আমরা ভারতের করা অনুরোধে সাড়া দিই”। এছাড়া তিনি জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী যেসব বিবৃতি দিয়েছে, তাতে পরিষ্কারভাবে যুদ্ধ পরিস্থিতি প্রশমনের আহ্বান ছিল।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলেই জানি : আবু হেনা রাজ্জাকী Nov 21, 2025
img
ঢাকায় হেলে পড়েছে ভবন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ২ ইউনিট Nov 21, 2025
img
ভূমিকম্পের পর ফেসবুক পোস্টে সবাইকে সতর্ক করলেন আজহারী Nov 21, 2025
img
না ফেরার দেশে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী Nov 21, 2025
img
ভূমিকম্পের পর সামাজিক মাধ্যমে তাসকিনের পোস্ট Nov 21, 2025
img
জনগণ ছাড়া কেউ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না : মাসুদ কামাল Nov 21, 2025
img
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস Nov 21, 2025
img
ভূমিকম্পের পর দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন Nov 21, 2025
img
পাকিস্তানে ২ দিনের সেনা-পুলিশ অভিযানে টিটিপির ৩০ সন্ত্রাসী নিহত Nov 21, 2025
img
ভূমিকম্পে দেয়াল ধসে প্রাণ গেল ১ জনের Nov 21, 2025
img
মাদারীপুরে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে প্রাণ গেল ২ জনের Nov 21, 2025
img
জীবন একটা বৃত্তের মতো: প্রসেনজিৎ Nov 21, 2025
img
প্রধান উপদেষ্টার মনস্তত্ত্ব না বুঝলে ভবিষ্যৎ রাজনীতি বোঝা কঠিন : মাহবুব কামাল Nov 21, 2025
img
ভূমিকম্পে ৫ তলা ভবনের রেলিং ভেঙে ৩ পথচারীর মৃত্যু Nov 21, 2025
img
পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প Nov 21, 2025
img
ঢাকায় ভূমিকম্পে চারটি ভবনে ধস ও ফাটল, হতাহতের আশঙ্কা Nov 21, 2025
img
ইতিহাসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলো কখন কোথায় হয়েছিল? Nov 21, 2025
img
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ Nov 21, 2025
img
ভূমিকম্পের কবলে মিরপুর টেস্টও Nov 21, 2025
img
ভূমিকম্পের কবলে মিরপুর টেস্টও, স্টেডিয়ামে যা হলো Nov 21, 2025