শেহবাজ-ইমরানের সম্ভাব্য সংলাপের তথ্য সঠিক নয় : দাবি পিটিআইয়ের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খানকে সংলাপের জন্য প্রস্তাব দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ইমরান খান তা গ্রহণ করেছেন— এমন একটি সংবাদ ছড়িয়ে পড়েছে পাকিস্তানিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

তবে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) দাবি, এই তথ্য সঠিক নয়। দলের কেন্দ্রীয় কমিটির তথ্যসম্পাদক শেখ ওয়াকাস আকরামের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন।

শেখ ওয়াকাস আকরাম বলেন, “এটা সত্যি যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খানকে খানকে ফোন করেছিলেন। কিন্তু সেই ফোনকল ছিল ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সঙ্গে সম্ভাব্য আলোচনা বা সংলাপ সংক্রান্ত কোনো কথাবার্তা সেখানে হয়নি।”

“আমি গহর আলী খানের সঙ্গেও কথা বলেছি। তিনি নিশ্চিত করেছেন যে তার সঙ্গে ফোনকলে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা বা সংলাপের কোনো প্রস্তাব প্রধানমন্ত্রী দেননি। ইমরান খানের কাছে কোনো বার্তা পৌঁছে দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীও কিছু বলেননি।”

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে যে ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার জেরে দেশের রাজনৈতিক ঐক্য সুসংহত করতে কারাগারে বন্দি ইমরান খানকে সংলাপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ইমরান খান সেই প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন।

পাকিস্তানি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান শুধু শেহবাজের প্রস্তাব গ্রহণই করেননি, উপরন্তু সংলাপ আয়োজন সংক্রান্ত যাবতীয় দায়িত্ব তিনি পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গহর আলী খানের ওপর ন্যস্ত করেছেন।

গহর আলী খানের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি ডনকে বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনকলে সংলাপ নিয়ে কোনো কথা হয়নি। সরকারের সঙ্গে এ ব্যাপারে আমাদের কোনো সমঝোতাও হয়নি।”

কিংবদন্তী ক্রিকেটার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান সেনাবাহিনীর সমর্থন নিয়ে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জিতে প্রথমবারের মতো পাকিস্তানর প্রধানমন্ত্রী হন। ক্ষমতার প্রথম দিকে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও ২০২১ সালে জাতীয় গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষ নির্বাহীর পদে কে আসবেন— তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ইমরান খান; আর এই সুযোগে ইমরানের বিরুদ্ধে সক্রিয়ভাবে মাঠে নামেন তৎকালীন বিরোধীদলীয় এমপিরা।

এক সময় আইএসআইয়ের শীর্ষ পদে সেনাবাহিনীর পছন্দ মেনে নেন ইমরান, তবে ততদিনে পরিস্থিতি অনেকাংশে তার প্রতিকূলে চলে গিয়েছিল। সরকার ও বিরোধী দলের মধ্যে প্রায় এক বছর দ্বন্দ্ব চলার পর ২০২২ সালে বিরোধী এমপিদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান।

এদিকে ক্ষমতা হারানোর পরপরই পাকিস্তানজুড়ে একের পর এক মামলা দায়ের হতে থাকে ইমরান খানের বিরুদ্ধে। সেসব মামলার দণ্ডপ্রাপ্ত আসামী হিসেবে ২০২৩ সালের আগস্ট থেকে পাকিস্তানের আদিয়ালা কারাগারে আছেন তিনি।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জীবন একটা বৃত্তের মতো: প্রসেনজিৎ Nov 21, 2025
img
প্রধান উপদেষ্টার মনস্তত্ত্ব না বুঝলে ভবিষ্যৎ রাজনীতি বোঝা কঠিন : মাহবুব কামাল Nov 21, 2025
img
ভূমিকম্পে ৫ তলা ভবনের রেলিং ভেঙে ৩ পথচারীর মৃত্যু Nov 21, 2025
img
পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প Nov 21, 2025
img
ঢাকায় ভূমিকম্পে চারটি ভবনে ধস ও ফাটল, হতাহতের আশঙ্কা Nov 21, 2025
img
ইতিহাসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলো কখন কোথায় হয়েছিল? Nov 21, 2025
img
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ Nov 21, 2025
img
ভূমিকম্পের কবলে মিরপুর টেস্টও Nov 21, 2025
img
ভূমিকম্পের কবলে মিরপুর টেস্টও, স্টেডিয়ামে যা হলো Nov 21, 2025
img
রাজধানীবাসী আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করেনি Nov 21, 2025
img
কোলকাতাতেও জোরালো ভূমিকম্প অনূভূত Nov 21, 2025
img
ভূমিকম্পের ৩ কারণ Nov 21, 2025
img
ভূমিকম্প হলে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী Nov 21, 2025
img
মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ Nov 21, 2025
img
ভূমিকম্পের সময় কি করবেন? Nov 21, 2025
img
ওয়াশিং মেশিনে পাসপোর্ট হারিয়ে ভেঙে গেল দেশের হয়ে খেলার স্বপ্ন Nov 21, 2025
img
ছেলের রেকর্ডের ম্যাচে শচীনের কথা স্মরণ করলেন মুশফিকের বাবার Nov 21, 2025
img
দেশ এগোলে মা-বোনদের ভয় পেতে হবে না: তারেক রহমান Nov 21, 2025
img
চাঁপাইনবাবগঞ্জ-২ এ বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল Nov 21, 2025
img
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত Nov 21, 2025