শেহবাজ-ইমরানের সম্ভাব্য সংলাপের তথ্য সঠিক নয় : দাবি পিটিআইয়ের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খানকে সংলাপের জন্য প্রস্তাব দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ইমরান খান তা গ্রহণ করেছেন— এমন একটি সংবাদ ছড়িয়ে পড়েছে পাকিস্তানিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

তবে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) দাবি, এই তথ্য সঠিক নয়। দলের কেন্দ্রীয় কমিটির তথ্যসম্পাদক শেখ ওয়াকাস আকরামের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন।

শেখ ওয়াকাস আকরাম বলেন, “এটা সত্যি যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খানকে খানকে ফোন করেছিলেন। কিন্তু সেই ফোনকল ছিল ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সঙ্গে সম্ভাব্য আলোচনা বা সংলাপ সংক্রান্ত কোনো কথাবার্তা সেখানে হয়নি।”

“আমি গহর আলী খানের সঙ্গেও কথা বলেছি। তিনি নিশ্চিত করেছেন যে তার সঙ্গে ফোনকলে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা বা সংলাপের কোনো প্রস্তাব প্রধানমন্ত্রী দেননি। ইমরান খানের কাছে কোনো বার্তা পৌঁছে দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীও কিছু বলেননি।”

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে যে ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার জেরে দেশের রাজনৈতিক ঐক্য সুসংহত করতে কারাগারে বন্দি ইমরান খানকে সংলাপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ইমরান খান সেই প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন।

পাকিস্তানি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান শুধু শেহবাজের প্রস্তাব গ্রহণই করেননি, উপরন্তু সংলাপ আয়োজন সংক্রান্ত যাবতীয় দায়িত্ব তিনি পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গহর আলী খানের ওপর ন্যস্ত করেছেন।

গহর আলী খানের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি ডনকে বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনকলে সংলাপ নিয়ে কোনো কথা হয়নি। সরকারের সঙ্গে এ ব্যাপারে আমাদের কোনো সমঝোতাও হয়নি।”

কিংবদন্তী ক্রিকেটার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান সেনাবাহিনীর সমর্থন নিয়ে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জিতে প্রথমবারের মতো পাকিস্তানর প্রধানমন্ত্রী হন। ক্ষমতার প্রথম দিকে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও ২০২১ সালে জাতীয় গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষ নির্বাহীর পদে কে আসবেন— তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ইমরান খান; আর এই সুযোগে ইমরানের বিরুদ্ধে সক্রিয়ভাবে মাঠে নামেন তৎকালীন বিরোধীদলীয় এমপিরা।

এক সময় আইএসআইয়ের শীর্ষ পদে সেনাবাহিনীর পছন্দ মেনে নেন ইমরান, তবে ততদিনে পরিস্থিতি অনেকাংশে তার প্রতিকূলে চলে গিয়েছিল। সরকার ও বিরোধী দলের মধ্যে প্রায় এক বছর দ্বন্দ্ব চলার পর ২০২২ সালে বিরোধী এমপিদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান।

এদিকে ক্ষমতা হারানোর পরপরই পাকিস্তানজুড়ে একের পর এক মামলা দায়ের হতে থাকে ইমরান খানের বিরুদ্ধে। সেসব মামলার দণ্ডপ্রাপ্ত আসামী হিসেবে ২০২৩ সালের আগস্ট থেকে পাকিস্তানের আদিয়ালা কারাগারে আছেন তিনি।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর লাহোর, ঢাকার অবস্থান ১৯তম Sep 15, 2025
img
দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় Sep 15, 2025
img

‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’

উন্নয়ন অগ্রযাত্রায় তারুণ্যের ভূমিকা অপরিসীম: প্রধান উপদেষ্টা Sep 15, 2025
img
এক বিড়ালই স্বরা-ফাহাদকে নিয়ে যায় বিয়ের পিঁড়িতে! Sep 15, 2025
img
ভারত থেকে ২০০ নতুন কোচ কিনছে বাংলাদেশ রেলওয়ে Sep 15, 2025
img
ডাকসুর পর জাকসুতেও জিতল এক দম্পতি Sep 15, 2025
img
১৫ বছর বয়সে ইতিহাস গড়লেন ওয়েন কুপার Sep 15, 2025
img
ভাঙ্গায় যান চলাচল স্বাভাবিক, রাস্তার পাশে আন্দোলনকারীদের অবস্থান Sep 15, 2025
img
টিকটক নিয়ে আলোচনা এখনও চলমান, ফলাফল নির্ভর করছে চীনের ওপর: ট্রাম্প Sep 15, 2025
img
রাকসু হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৯ জন নির্বাচিত Sep 15, 2025
img
আজকের মুদ্রা বিনিময় হার (১৫ সেপ্টেম্বর) Sep 15, 2025
img
বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ান সরকারের পদত্যাগ দাবি Sep 15, 2025
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে প্রথম রিলিজ স্লিপের ফল প্রকাশ বিকেলে Sep 15, 2025
img
ন্যাটো জোটের মতো সামরিক বাহিনী গড়ে তুলতে চায় মিশর Sep 15, 2025
img
ইসলামি দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের Sep 15, 2025
img
বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভেনেজুয়েলা Sep 15, 2025
img
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে ১১৫৯ কোটি টাকা ‘আত্মসাৎ-পাচার’ Sep 15, 2025
img
বিপৎসীমার ওপরে তিস্তার নদীর পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সব কটি জলকপাট Sep 15, 2025
img
কাতার ইস্যুতে ইসরাইলকে খুব সতর্ক হতে হবে, বললেন ট্রাম্প Sep 15, 2025
img
আমরা কখনোই আমাদের পতাকা সমর্পণ করব না: স্টারমার Sep 15, 2025