জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও বিকেল ৪টা ৪০মিনিটে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করে।
এর আগে আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের সব ডকুমেন্টারি প্রচার করা হয়। গণঅভ্যুত্থানের সময়ের বিভিন্ন স্লোগানের পাশাপাশি মঞ্চে গান পরিবেশন করে তরুণরা।
মঞ্চে উপস্থিত ব্যক্তিরা জানায়, নেতাকর্মীরা আসার পর এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সব বিষয় সবার সামনে তুলা ধরা হবে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আরআর/টিএ