বোতল নিক্ষেপকারী সেই শিক্ষার্থীকে উপদেষ্টা মাহফুজ আলমের বাসায় দাওয়াত
মোজো ডেস্ক 07:28PM, May 16, 2025
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুড়ে মারা জবি শিক্ষার্থী মোহাম্মদ হুসাইনকে অভিভাবকদের হাতে সোপর্দ করেছে পুলিশ। শুক্রবার বিকেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
আজ শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।
ওই পোস্টে জানানো হয়, তথ্য উপদেষ্টার উপর আক্রমণকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ডিবি অফিসে হুসাইন ও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা।
এতে আরো জানানো হয়, আন্দোলন শেষে হুসাইনকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন তথ্য উপদেষ্টা। এর আগে দুপুরে হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের হাতে সোপর্দ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়েছিলেন মাহফুজ আলম।
ওই পোস্টে আরো জানানো হয়, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘণ্টার মধ্যেই জবির সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে।