শক্তি ও শান্তি ছাড়া ভারতের কাছ থেকে দাবি আদায় সম্ভব নয় : দুদু

ভারতের কাছ থেকে তিস্তাসহ সব নদীর ন্যায্য হিস্যা আদায়, শুধু মিছিল-মিটিং করে আনতে পারব, এমন না। কূটনৈতিক বিজয় দিয়ে পারব, তাও না। শক্তি ও শান্তি এই দুটোই আমাদের সামনে রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। এটি মাথায় নিয়ে যদি আমার সামনে চলতে পারি, তাহলে ভারতের কাছ থেকে আমাদের প্রাপ্য সম্মান, অধিকার ও দাবি আদায় সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে ৪৯তম ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে দুদু বলেন, সিন্ধু নদীর পানি ভারত পাকিস্তানের মধ্যে যখন ভাগাভাগির বিষয় আসে, তখন আরেকটি বিষয় আসে তারা দুটি দেশই পারমাণবিক শক্তিধর। আমরা ১৯৭১ সালে লাখ-লাখ মানুষ জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু পারমাণবিক শক্তিধর হইনি।

মাওলানা ভাসানী একটা কথা বলেছিলেন এই পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। দূরদর্শী নেতা ছিলেন তিনি। বাংলাদেশের ভালোর জন্য এমন কোনো আন্দোলন নাই যে তিনি শরিক হতেন না। এই বাংলাদেশে তিনি ভালোকে ভালো বলতেন, খারাপকে খারাপ বলতেন।

তিনি রাজনীতিবিদদের শুধু গুরু ছিলেন না, কারিগর ছিলেন। মাওলানা ভাসানী রাজনীতিকে যারা ধারণ করতে পারেনি, আমার মনে হয় তারা দৈন্যতার মধ্যে আছে। তিনি ফারাক্কা লং মার্চের ঢাক দিয়েছিলেন। ফারাক্কা লং মার্চে সমগ্র বাংলাদেশের মানুষ নেমে পড়েছিলেন।

সভায় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ব্রাহ্মণবাড়িয়ায় আম পাড়া নিয়ে সংঘর্ষ, টেটাবিদ্ধ ২ জনসহ আহত ৮ May 17, 2025
img
বন্দী ইস্যুতে রাশিয়া-ইউক্রেন বৈঠকে কী সিদ্ধান্ত এলো? May 17, 2025
img
রক্তে শর্করার মাত্রা বেড়েছে কি না, যেসব লক্ষণে বুঝবেন May 17, 2025
img
হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত যুবক May 17, 2025
img
লবণের বাইরে যেসব খাবার বাড়াতে পারে উচ্চ রক্তচাপ May 17, 2025
img
দাউদকান্দিতে সালিস বৈঠক শেষে যুবককে হত্যা May 17, 2025
img
নারীর এভারেস্ট জয়ের অর্ধশতক, বাড়ছে নারী পর্বতারোহীর সংখ্যা May 17, 2025
img
‘সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে’ May 17, 2025
img
মেলোনিকে স্বাগত জানাতে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী May 17, 2025
img
রাজধানী ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস May 17, 2025