জুলাই কারও বাপ-দাদার সম্পত্তি না : নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জুলাই কারও বাপ-দাদার সম্পত্তি না, জুলাই কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এ দেশের সকল শ্রেণিপেশার মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফল।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার উদ্যোগে আয়োজিত সাম্য, মানবিক, মর্যাদা ও ন্যায়বিচারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে তাদের রাজনীতির ধান্দাবাজির দোকানে পরিণত করেছিল, আজকের জুলাই গণঅভ্যুত্থানকেও কোনো কোনো ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, এই জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট স্বৈরশাসক তৈরি হবে না, এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবেন না, সিল মেরে নির্বাচিত হবেন না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন। সেই বাংলাদেশ বিনির্মাণেই জুলাইয়ের সংগ্রামীদের জাগ্রত থাকতে হবে। আর জুলাইয়ের নামে যারা দোকান খুলে ব্যবসা করবে তাদেরকেও প্রতিহত করতে হবে।

গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, মুখপাত্র ও সিনিয়র সহ- সভাপতি ফারুক হাসান, বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ প্রমুখ। 

আরএম   

Share this news on:

সর্বশেষ

img
জুনিয়র এনটিআরের জন্মদিনেই আসছে ‘ওয়ার ২’-এর টিজার? ইঙ্গিত হৃতিকের May 17, 2025
সব দলের রাজনীতি এখন বিক্রি হয়ে গেছে বলে মন্তব্য হাসনাত আবদুল্লাহর May 17, 2025
নয়া কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ May 17, 2025
img
বিএনপিই আজ জাতির কণ্ঠস্বর, মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান চান পার্থ May 17, 2025
img
চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকের ভেতর থেকে স্টাফের মরদেহ উদ্ধার May 17, 2025
img
জুলাই সমাবেশে অপমান : কুবিতে তিন সমন্বয়ক অবাঞ্ছিত May 17, 2025
img
গাজায় ইসরায়েলের হামলা : একদিনে প্রাণ হারাল ১১৫ জন May 17, 2025
img
সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে তিন বিএনপি নেতাকে গণপিটুনি May 17, 2025
img
ঢাবিতে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ May 17, 2025
img
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, প্রাণসংকটে পরিবারের পাঁচ সদস্য May 17, 2025