মেলোনিকে স্বাগত জানাতে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী

ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আলবেনিয়ায়। ইউরোপের দেশগুলোর প্রায় সব শীর্ষ নেতাই এখন সেখানে অবস্থান করছেন। নেতাদের জন্য লাল গালিচা সংবর্ধনা আয়োজন করেছিল আলবেনিয়া কর্তৃপক্ষ।

সেই লাল গালিচাতে যখন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পা রাখলেন, তখনই ঘটে গেল এক অত্যাশ্চর্য ঘটনা। তাকে স্বাগত জানাতে এক অভিনব কৌশল অবলম্বন করলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।

শুক্রবার (১৬ মে) টানা বৃষ্টিকে পাত্তা না দিয়ে রাজধানী তিরানার লাল গালিচায় একটি নীল ছাতা ঘুরিয়ে সম্মেলনের সূচনা করেন রামা। ইউরোপের ৪০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধানকে হাসিমুখে ও উষ্ণ সম্ভাষণে বিশেষ উপায়ে স্বাগত জানান তিনি।

একটি ভাইরাল হয়ে যাওয়া ভিডিও ক্লিপে দেখা গেছে—মেলোনি যখন লাল গালিচার ওপর দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন তাকে অভ্যর্থনা জানাতে হাঁটু গেড়ে বসে পড়েছেন রামা।

শুধু তাই নয়, তিনি মেলোনির উদ্দেশ্যে তার হাত দুটিকে অনেকটা ‘নমস্তে’ জানানোর ভঙ্গিতে রাখেন। মেলোনি অবশ্য এ কাণ্ড দেখে অট্টহাসিতে মেতে ওঠেন এবং রামার দিকে এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করেন। মেলোনিকে ‘ইতালিয়ান বোন’ বলে সম্বোধন করেন রামা।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে স্বাগত জানাতে গিয়েও রসিকতা করে রামা তাকে বলেছেন, ‘এই যে সূর্যের রাজা!’

ব্রিটিশ প্রতিনিধিদের উদ্দেশেও মজার ছলে রামা বলেন, ‘বৃষ্টি যে আসবে এই সন্দেহ আগেই ছিল। এখন তা ইউরোপীয় আবহাওয়া গবেষণা প্রতিষ্ঠান থেকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, ব্রিটিশ প্রতিনিধিদলই এই বৃষ্টির উৎস!’

সম্মেলনের প্রাক্কালে ইনস্টাগ্রামে রামা লিখেছেন, আজ তিরানায় সমগ্র ইউরোপ এসেছে, আর গোটা বিশ্ব তা দেখছে—আমি আপনাদের অভিবাদন জানাই।

বিশালদেহী রামা আরো বলেন, আমি হয়ত তাদের মধ্যে সবচেয়ে লম্বা, কিন্তু আমাদের দেশটি সবচেয়ে ছোটদের মধ্যে একটি। তবু এই সম্মেলন আয়োজন করতে পারা আমাদের জন্য অনেক বড় সম্মান।

ইউক্রেন সংকট ছিল এবারের সম্মেলনের কেন্দ্রীয় ইস্যু। ইউরোপের নেতারা যখন আলবেনিয়ায় মিলিত হয়েছেন, তখন রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা ইস্তাম্বুলে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।

আরএম

Share this news on:

সর্বশেষ

img
সেই আইনজীবীর বিরুদ্ধে মামলা করব : মারিয়া মিম May 17, 2025
img
কাকরাইল ফিরেছে পুরোনো রূপে, তবু সতর্ক পাহারায় পুলিশ May 17, 2025
img
ঋতুপর্ণা-রুপ্নারা ঢাকায়, সাবিনা-মাসুরাকে ডাকেননি বাটলার May 17, 2025
img
নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ May 17, 2025
img
আমিরাতের সঙ্গে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ May 17, 2025
img
মেলোনিকে হাঁটু গেড়ে স্বাগত জানালেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী May 17, 2025
img
অকালে না ফেরার দেশে চলে গিয়েছিল গুলতেকিনের সন্তান May 17, 2025
img
পুশইন নয়, প্রপার চ্যানেলে পাঠাতে বলেছি ভারতকে: স্বরাষ্ট্র উপদেষ্টা May 17, 2025
img
ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে মিছিল May 17, 2025
img
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের নেতৃত্ব ছাড়ার ঘোষণা May 17, 2025