যুদ্ধে পাকিস্তানের গণমাধ্যম ‘দায়িত্বশীল ভূমিকা রেখেছে’, দাবি পাক সেনাপ্রধানের
মোজো ডেস্ক 09:06AM, May 17, 2025
পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের গণমাধ্যম অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।
শুক্রবার ইসলামাবাদে ‘ইউম-এ-তাশাক্কুর’ (কৃতজ্ঞতা দিবস) অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
জেনারেল মুনির বলেন, “আমাদের গণমাধ্যম দায়িত্বশীল আচরণ করেছে। আমরা কিছুই গোপন করি না, কেবল সত্যটাই বলি।”
তিনি আরও বলেন, পাকিস্তানি মিডিয়া ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে, যা ভারতীয় গণমাধ্যম দীর্ঘদিন মনে রাখবে। “আমাদের মিডিয়া একটি উপযুক্ত জবাব দিয়েছে, যা তারা ভুলবে না।”
তিনি পাকিস্তানি সাংবাদিকদের প্রশংসা করে বলেন, “যুদ্ধকালীন সময়ে জাতিকে সঠিক তথ্য ও প্রেক্ষাপট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং গণমাধ্যম তা সফলভাবে করেছে।”