‘ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে’, বিএনপি নেত্রীর অভিযোগ

ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, পৃথিবীর অন্য কোনো দেশ তার প্রতিবেশী দেশের সাথে এমন আচরণ করে না।

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষ্যে যশোরে জিয়া পরিষদ আয়োজিত ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সভায় তিনি আরও বলেন, পানি নিয়ে বিশ্বের অনেক দেশের সাথে প্রতিবেশী দেশের সমস্যা হলেও তা সমাধান হয়ে যায়। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘদিনের পানি সমস্যা আজও সমাধান হয়নি।

তিনি বলেন, এই জাতীয় স্বার্থে দেশের সব নাগরিক এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে হবে।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ভারত জলপথ ও স্থলপথে আমাদের ওপর আগ্রাসন চালাচ্ছে। পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে দেশকে মরুভূমিতে পরিণত করছে। আমাদের প্রাণ-প্রকৃতি, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এমতাবস্থায় পরিবেশ আন্দোলনকে আরও জোরদার করতে হবে। পরিবেশবাদী সংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ফারাক্কা নিয়ে ভারত আমাদের সঙ্গে যে আচরণ করছে, তা বিশ্ববাসীকে জানাতে হবে।

তিনি বলেন, আজ ভারত আমাদের ওপর যে আগ্রাসন চালাচ্ছে, তা থেকে পরিত্রাণ পেতে দরকার একটি জনগণের সমর্থনে গঠিত শক্তিশালী সরকার—যে সরকার ভারতের চোখে চোখ রেখে জাতীয় স্বার্থে কথা বলতে পারবে এবং দেশের সকল দেনা-পাওনা আদায় করে নিতে পারবে।

জিয়া পরিষদ যশোর জেলা শাখার সভাপতি অধ্যাপক ফিরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক।

বক্তব্য দেন লেখক ও গবেষক মফিজুর রহমান রুন্নু, অধ্যক্ষ পাভেল চৌধুরী, জিয়া পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।


এসএস/এসএন

Share this news on: