নতুন কর্মসূচির ঘোষণা দিল পলিটেকনিক শিক্ষার্থীরা

ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি মামলার রায় স্থগিতের শুনানিকে কেন্দ্র করে নতুন কর্মসূচি দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। আগামীকাল রবিবার (১৮ মে) পলিটেকনিক শিক্ষার্থীরা হাইকোর্টের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবেন।

শনিবার (১৭ মে) ঢাকা পলিটেকনিক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি জানানো হবে।

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের অনলাইন প্ল্যাটফরম কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়েছে।

সেখানে আরো বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি একই সঙ্গে সারা বাংলাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

আরএ/এসএন

Share this news on: