আওয়ামী লীগ কর্মী থেকে এখন বিএনপির সম্পাদক প্রার্থী!

লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপির ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক পদের প্রার্থী হয়েছেন হারুনুর রশিদ—যিনি এর আগে আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে নিয়মিত অংশ নিতেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে তীব্র অসন্তোষ বিরাজ করছে বিএনপির তৃণমূল কর্মীদের মধ্যে।

রোববার (১৮ মে) উপজেলার মিল্লাত একাডেমিতে ওয়ার্ড কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ১২ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম হারুনের প্রার্থিতা বাতিল চেয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগটি কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান, উপজেলা আহ্বায়ক গোলাম কাদের ও অন্যান্য নেতৃবৃন্দের কাছে দেওয়া হয়।

জাহাঙ্গীর অভিযোগ করেন, হারুন গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ওই এমপির মনোনীত খামারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকও ছিলেন।

তবে হারুন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কখনো আওয়ামী লীগ করিনি। এটি হিংসাত্মকভাবে দেওয়া মিথ্যা অভিযোগ। কেউ কোনো প্রমাণ দেখাতে পারেনি।”

কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের জানান, বিষয়টি তদন্তের দায়িত্ব সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপিকে দেওয়া হয়েছে। যথাযথ প্রমাণ পেলে হারুনের প্রার্থিতা বাতিল করা হবে।

এই ঘটনার ফলে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ দেখা দিয়েছে, বিশেষ করে নির্বাচনের আগমুহূর্তে এমন বিতর্ক দলে অস্থিরতা তৈরি করছে।

টিকে/এসএন

Share this news on: