ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সতর্ক থাকতে হবে : মঞ্জু

পরাজিত ফ‍্যাসিবাদী শক্তির পক্ষ হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের ষড়যন্ত্রমূলক পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকার জন‍্য অন্তর্বর্তী সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার খুলনায় এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র এবং তাদের পক্ষ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নির্লজ্জ আগ্রাসী মনোভাব আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে দাঁড় করিয়েছে। অন্তর্বর্তী সরকার ও ফ‍্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে ক্ষুদ্র স্বার্থে বিভেদে লিপ্ত না হয়ে তা মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ফ‍্যাসিবাদী শাসক হাসিনার পতনের পর উচিত ছিল গণতন্ত্রের পক্ষের সকল শক্তি মিলে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করার।

সরকার সবাইকে নিয়ে বসে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা; খুনীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের রোডম‍্যাপ তৈরী করতে পারতে। বড় রাজনৈতিক দলগুলোর উচিত ছিলো পরস্পর বিবাদে লিপ্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে সেই রোডম্যাপ তৈরীতে ইতিবাচকভাবে সরকারের প্রতি চাপ ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলন এক্ষেত্রে দুপক্ষের মাঝখানে সমন্বয়ের দায়িত্ব পালন করতে পারত। কিন্তু সেসব না করে যে যার মতো বিচ্ছিন্ন ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে জটিল করে তুলেছেন।
 
তিনি বলেন, পরাজিত আওয়ামী লীগ ও তাদের আশ্রয়দাতা ভারতের মোদি সরকার কিন্তু বসে নেই। দিন-রাত তারা ভাবছে কিভাবে বাংলাদেশকে বিপদে ফেলা যায়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক পুশইন করা হচ্ছে। সামনের বর্ষা মৌসুমে ভারত পানি আগ্রাসন চালিয়ে দেশকে ভয়াবহ বন‍্যার সম্মুখীন করতে পারে- এ ব‍্যপারে এখন থেকে সচেতন ও আগাম সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি দেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনার নানা সমস‍্যা তুলে ধরে বলেন, বন্ধ হয়ে যাওয়া মিল কারখানাগুলো দক্ষ ব‍্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নতুন করে চালু করলে অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হতো। শহরে রিকশা ও ইজিবাইকগুলো যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট নিরসনে সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন অঞ্চলে গ‍্যারেজের ব্যবস্থা রাখা যেতে পারে।

মরনফাঁদ ফারাক্কার প্রভাবে সুন্দরবন ও তদসংলগ্ন অঞ্চল পরিবেশগত ঝুঁকিতে পড়ার ব‍্যপারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তিনি।

এবি পার্টি খুলনা জেলা ও মহানগরের যৌথ আয়োজনে বিকেল ৪ টায় খুলনা প্রেস ক্লাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মজিবুর রহমান মঞ্জু প্রধান অতিথির বক্তব্য দেন।

কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক এসএম আক্তারুজ্জামানের সঞ্চালনায় ও মহানগর আহ্বায়ক সাইদুল হক মিলনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য দেন এবি পার্টির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আলমগীর হোসেন, কুষ্টিয়া জেলার আহ্ববায়ক আবু বক্কর সিদ্দিক, নড়াইল জেলার আহ্বায়ক মাহবুবুর রহমান, সাতক্ষীরা জেলার আহ্বায়ক ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, খুলনা মহানগরের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন, খুলনা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুল আজিজ, খুলনা জেলা এবি যুব পার্টির আহ্বায়ক জসিম উদ্দীন, মহানগর যুব পার্টির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম- আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, যুগ্ম- সদস্য সচিব জিএম গোলাম মোস্তফা, ডুমুরিয়া উপজেলার আহ্বায়ক শেখ মাসুদুল আলম, দিঘলিয়া উপজেলার আহ্বায়ক শেখ গোলাম রহমান, ফুলতলা উপজেলার আহ্বায়ক কাজী মিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী সাইফুদ্দীন প্রমুখ। 

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ধার করে গ্রাহকের টাকা পরিশোধ অনাকাঙ্ক্ষিত: অর্থ উপদেষ্টা May 18, 2025
img
ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডের নতুন নাম জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ May 18, 2025
img
ঢাকার রাজপথে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, আর দাফন হয়েছে দিল্লিতে: সালাহউদ্দিন আহমেদ May 18, 2025
img
আরব আমিরাতের বিপক্ষে ২৭ রানের জয় বাংলাদেশের May 18, 2025
img
করিডর বা বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: তারেক রহমান May 18, 2025
img
যুদ্ধবিরতি না হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে ঝুঁকতো ভারত-পাকিস্তান: ট্রাম্প May 18, 2025
img
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে প্রার্থী বাংলাদেশ May 18, 2025
img
আইসিইউতে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার May 18, 2025
img
পরিস্থিতি অযথা ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: তারেক রহমান May 17, 2025
সেই আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করবো: মারিয়া মিম May 17, 2025