পর্তুগালে নির্বাচনে বামপন্থিদের জয়ের দিকে তাকিয়ে অভিবাসীরা

পর্তুগালে রোববার (১৮ মে) জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বামপন্থি ও ডানপন্থি মিলিয়ে মোট ২১টি দল অংশ নিচ্ছে। নির্বাচনে অংশগ্রহণকারী সহজ অভিবাসন নীতির পক্ষে থাকা বামপন্থি দলগুলোর বিজয়ের দিকে তাকিয়ে আছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।

বামপন্থি প্রধান দলগুলোর মধ্যে রয়েছে সোশ্যালিস্ট পার্টির (পিএস) নেতৃত্বে পেদ্রো নুনো সান্তোস, লেফট ব্লক (বিই) নেতৃত্বে মারিয়ানা মরতাগুয়া, লিভরে নেতৃত্বে রুই তাভারেস, ইউনিটারি ডেমোক্রেটিক কোয়ালিশনের (সিডিইউ) নেতৃত্বে পাওলো রাইমুন্ডো, এই জোটটি পিসিপি ও পিইভির সমন্বয়ে গঠিত।

ডানপন্থি দলগুলোর মধ্যে রয়েছে ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এডি) নেতৃত্বে লুইস মন্টেনেগ্রো; এটি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (পিএসডি), পিপল’স পার্টি (সিডিএস-পিপি) সমন্বয়ে গঠিত একটি জোট। শেগার নেতৃত্বে আন্দ্রে ভেনচুরা একটি কট্টর ডানপন্থি জাতীয়তাবাদী দল। ইনিশিয়েটিভ লিবারেলের (ইএল) নেতৃত্বে রুই রোসা, এই দলটি মধ্যপন্থি।

বর্তমানে দেশটিতে কঠোর অভিবাসন নীতি এবং ডানপন্থি দলগুলোর অভিবাসীদের প্রতি কট্টর মনোভাবের কারণে দেশটিতে বসবাসকারী অভিবাসীরা বর্তমান সরকারের বিরোধী দলে থাকা সোশ্যালিস্ট পার্টি (পিএস) এবং লেফট ব্লক (বিই) বা ব্লক এস্কেরদা নামক অভিবাসীবান্ধব বামপন্থি এ দুটি দলের প্রতি আস্থা পোষণ করছেন এবং তাদের বিজয়ের আশা ব্যক্ত করছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত ও পর্তুগিজ নাগরিক এবং সোশ্যালিস্ট পার্টির নেতা রাজিব আল মামুন গনমাধ্যমকে  বলেন, বর্তমান সরকারের শাসনকালে গত এক বছরে অভিবাসন আইন পরিবর্তনসহ অভিবাসীরা নানা বৈষম্যের শিকার হয়েছেন। বামপন্থি দলগুলো অভিবাসীদের পাশে এসে দাঁড়িয়েছিল, তাই অভিবাসীদের স্বার্থরক্ষায় সোশ্যালিস্ট পার্টি (পিএস) এবং ব্লক এস্কেরদা (বিই)সহ বামপন্থি দলগুলোকে ভোট প্রদান করা ছাড়া অভিবাসীদের আর কোনো সুযোগ নেই।

সাম্প্রতিক সময়ে সবগুলো জরিপের হিসাব অনুযায়ী, ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এডি) প্রায় ৩৪ শতাংশ ভোট পেতে পারে, তবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা কম। সোশ্যালিস্ট পার্টি (পিএস) প্রায় ২৬ শতাংশ এবং চেগা (শেগা) ১৭-১৯ শতাংশ ভোট পেতে পারে। এই পরিস্থিতিতে কোনো দল এককভাবে সরকার গঠন করতে না পারলে জোট সরকার গঠনের প্রয়োজন হতে পারে।

অপরদিকে বর্তমান বিরোধী দল সোশ্যালিস্ট পার্টির নেতা পেদ্র নুনু সন্তোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জরিপের ফলাফল যাই হোক না কেন তার দল সংখ্যাগরিষ্ঠ হয়ে ক্ষমতায় আসবে। কেননা, বর্তমান সরকারের ওপর দেশের জনগণের আস্থা না থাকার কারণে আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, বর্তমান ক্ষমতাসীন সরকার তাদের কাছের দল ইনিশিয়েটিভ লিবারেলের সঙ্গে জোট করার চিন্তাভাবনা করছে এবং জরিপের হিসাব অনুযায়ী ইনিশিয়েটিভ লিবারেল সর্বোচ্চ ৮ থেকে ১০টি আসন পেতে পারে। যদিও বর্তমানে সব হিসাব এবং জরিপ অনুযায়ী ডানপন্থিদের ক্ষমতায় আসার সম্ভাবনার দিকে ইঙ্গিত করছেন বিশেষজ্ঞরা।

টিকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শিখা অনির্বাণে ৩ বাহিনী প্রধানদের শ্রদ্ধাঞ্জলি Nov 21, 2025
img
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Nov 21, 2025
img
ব্রাজিলে জাতিসংঘের পরিবেশ সম্মেলনে অগ্নিকাণ্ড, হাসপাতালে অন্তত ১৩ জন Nov 21, 2025
img
আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান চতুর্থ Nov 21, 2025
img
যুদ্ধ থামাতে মার্কিন পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত জেলেনস্কি Nov 21, 2025
img
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া Nov 21, 2025
img
বিশ্ব টেলিভিশন দিবস আজ Nov 21, 2025
img
তেঁতুলিয়ায় শীতের দাপট বাড়ছে Nov 21, 2025
img
ওয়াশিংটনে ট্রাম্পের সেনা মোতায়েন স্থগিতের নির্দেশ আদালতের Nov 21, 2025
img
ঢাকার সকাল শুরু ১৯ ডিগ্রিতে, দিনভর থাকবে শুষ্ক আবহাওয়া Nov 21, 2025
img
চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় পুলিশের ‘অপারেশন ফার্স্ট লাইট’, গ্রেপ্তার ৬৩ Nov 21, 2025
img
ভিয়েতনামে টানা বর্ষণে বন্যা, প্রাণ হারাল কমপক্ষে ৪১ Nov 21, 2025
img
মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি আটক Nov 21, 2025
img
ইসরায়েলিদের হামলায় শিশুসহ প্রাণ হারাল ৬ ফিলিস্তিনি Nov 21, 2025
img
২১ নভেম্বর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে Nov 21, 2025
img
যশোরে ৪ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ Nov 21, 2025
img
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি Nov 21, 2025
img
খেজুর খাওয়ার সঠিক সময়, খালি পেটে নাকি ঘুমানোর আগে? Nov 21, 2025
img
তালাক দিলেন স্ত্রী, ২০ লিটার দুধ দিয়ে স্বামীর গোসল Nov 21, 2025
img
ফুসফুসের বন্ধু আদা-চা Nov 21, 2025