যুদ্ধবিরতি না হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে ঝুঁকতো ভারত-পাকিস্তান: ট্রাম্প

পহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তা এক পর্যায়ে পারমাণবিক যুদ্ধের দিকেও ঝুঁকে পড়েছিল— এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার মধ্যস্থতার ফলেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে, যা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত।

ট্রাম্প এটিকে তার কূটনৈতিক দক্ষতার বড় সাফল্য হিসেবেও উল্লেখ করেন। তিনি বলেন, "পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিচ্ছিল যে, দু'পক্ষই এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে পরবর্তী পদক্ষেপ হতে পারতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার।"

সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, এই উত্তেজনার প্রেক্ষাপটে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা ছিল অত্যন্ত জরুরি। তারই উদ্যোগে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পথ তৈরি হয়।

এছাড়াও, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বাণিজ্য সম্পর্ক নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ভারত এখন মার্কিন পণ্যের ওপর শতভাগ শুল্ক কমাতে আগ্রহ প্রকাশ করেছে। শুধু ভারতই নয়, অন্যান্য অনেক দেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে শুল্ক হ্রাসে আগ্রহী বলে জানান তিনি।

ট্রাম্প এটিকে তার প্রশাসনের বাণিজ্য নীতির একটি বড় অর্জন হিসেবে দেখছেন। উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প ভারতসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন, যা পরে ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়।

ট্রাম্প জানান, যুদ্ধ এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো এবং বাণিজ্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানকে শক্তিশালী করা— এই দুই ক্ষেত্রেই তার প্রশাসনের সাফল্য বিশ্বে ইতিবাচক বার্তা দিচ্ছে।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
তামিমের ৯ বছর পর টি-টোয়েন্টিতে ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি May 18, 2025
img
নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে May 18, 2025
img
এফএ কাপে ম্যানসিটিকে চমক দেখিয়ে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলো ক্রিস্টাল প্যালেস May 18, 2025
অবৈধভাবে ভারত থেকে অনুপযুক্ত ওষুধগুলো আমদানি করত May 18, 2025
৫ আগস্টের পর আবারও আমরা সাংস্কৃতিক যুদ্ধে জড়িয়ে গেছি: হাসনাত আবদুল্লাহ May 18, 2025
img
হাসিনা ঝাড়ে কারে কারে? প্রশ্ন পিনাকী ভট্টাচার্যের May 18, 2025
পাকিস্তান ভারত উত্তেজনা, প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে মোদী সরকার May 18, 2025
img
বিএনপি কার্যালয়ে আ-গু-ন দিলো প-দ-ব-ঞ্চি-ত ছাত্রদল নেতাকর্মীরা May 18, 2025
img
চিঠি পাঠিয়ে আখতার হোসেনকে হত্যার হুমকি, যা জানালেন তাসনিম জারা May 18, 2025
img
রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে: টিআইবি May 18, 2025