ঢাকার রাজপথে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, আর দাফন হয়েছে দিল্লিতে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, "আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে ঢাকার রাজপথে, আর তাদের দাফন হয়েছে দিল্লিতে।"

তিনি বলেন, সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘মহারাষ্ট্র মডেল’ অনুসরণ করে বাংলাদেশে প্রায় ১,৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। শতকরা ৬৬ ভাগ ক্ষেত্রে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, এমনকি সামরিক অস্ত্র এবং হেলিকপ্টার গানশিপ থেকেও গুলি ছোড়া হয়েছে সাধারণ মানুষের উপর। এই গণহত্যার পরেও সরকার কোনো অনুশোচনা প্রকাশ করেনি, দুঃখপ্রকাশ বা ক্ষমা তো দূরের কথা, বরং দিল্লিতে বসে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকারীদের অপরাধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী আওয়ামী লীগকে একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে বিচার করার দাবি জানিয়েছি। গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে শুধু ব্যক্তিকে নয়, রাজনৈতিক দলকেও বিচারের আওতায় আনতে হয়। আওয়ামী লীগ সেই বিচারেরই যোগ্য।”

তিনি দাবি করেন, আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস একদলীয় শাসন, দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ভরা। তিনি বলেন, “শুধু জুলাই মাসের গণহত্যাই নয়, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার প্রায় ৭,০০০ বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষকে হত্যা করেছে, অপহরণ করেছে, নির্যাতন চালিয়েছে। এসবই বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করার উদ্দেশ্যে করা হয়েছে।”

আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, দলটি জন্মলগ্ন থেকেই একদলীয় শাসন কায়েমের চেষ্টায় লিপ্ত। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারিতে মাত্র ১৩ মিনিটের মধ্যে সংবিধান পরিবর্তন করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, যা ছিল গণতন্ত্র হত্যার স্পষ্ট নজির। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালে তারা আবার গণহত্যা চালিয়ে নিজেদের রাজনৈতিক মৃত্যু ঘটিয়েছে।

অর্থনৈতিক দুর্নীতির প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি ‘সাদা কাগজ কমিটি’ গঠন করা হয়েছিল, যার রিপোর্ট অনুযায়ী গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের কারণে ব্যাংক খাতে লক্ষ কোটি টাকার খেলাপি ঋণ সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, এই অর্থনৈতিক দুর্নীতির পরিমাণ এতটাই বেশি যে, সেই অর্থ দিয়ে ২৪টি পদ্মা সেতু তৈরি করা যেত।

তিনি আরও বলেন, প্রতিবছর লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং গত ১৫ বছরে মোট ২৯ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে, যা দেশের সম্পদের অপচয় এবং জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা।

সালাহউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে দাবি করেন, এইসব অনাচার, নিপীড়ন, দুর্নীতি এবং গণতন্ত্রবিরোধী কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ তার রাজনৈতিক পরিণতি ডেকে এনেছে। “বাংলাদেশের মানুষ আজ আওয়ামী লীগের নিপীড়ন থেকে মুক্ত,”—উল্লেখ করেন তিনি।

আরআর

Share this news on:

সর্বশেষ

img
পিআর পদ্ধতিতে ভোট হলে স্থানীয় পর্যায়ে নেতা ও নেতৃত্ব তৈরি হবে না : রিজভী Jul 03, 2025
img
রাজবাড়ীতে চাঁদা না পেয়ে বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম Jul 03, 2025
img
যাত্রাবাড়ীর হত্যা মামলায় শরীয়তপুরের সাবেক মেয়র গ্রেফতার Jul 03, 2025
যে ১টা কারণে আপনি ধরা খেতে পারেন Jul 03, 2025
img
তাবেলা সিজার হত্যা মামলার রায়: তিন আসামির যাবজ্জীবন, খালাস ৪ Jul 03, 2025
ফর্মহীন লিটন দাস ! ৮ ইনিংসে মাত্র ১৩ রান, কেন এমন অবস্থা? Jul 03, 2025
বলিউডে অভিষেক শানায়ার, ছবির ট্রেইলার দেখে আবেগাপ্লুত বাবা সঞ্জয় কাপুর Jul 03, 2025
বাতিল প্রতীকী ব্ল্যাকআউট, বহাল থাকবে বাকি আয়োজন Jul 03, 2025
যুদ্ধ নয়, শান্তির পথে বিশ্বের নিরপেক্ষ ১২টি দেশ Jul 03, 2025
শাপলা পেতে ‘মরিয়া’ নাগরিক ঐক্য, আশাবাদী এনসিপিও Jul 03, 2025
ভ্যাপসা গরমে জাবি ছাত্রদলের মানবিক সাড়া Jul 03, 2025
img
জামায়াতের সঙ্গে জোট হয়নি, পিআর পদ্ধতি চায় গণঅধিকার Jul 03, 2025
প্রতারণা করে কোটি টাকা লো'পা'ট;ফুডপান্ডার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা! Jul 03, 2025
img
বাংলা নাটকে দর্শকপ্রিয়তার শীর্ষে যে ছয়জন অভিনেত্রী Jul 03, 2025
‘আশুরা’ উপলক্ষে যেসব নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে ডিএমপি Jul 03, 2025
img
কর্মচারীদের বিক্ষোভের মুখে দাবি মেনে নিল এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ Jul 03, 2025
img
জুলাই সনদ: মুক্তিযুদ্ধকে সবার উপরে রেখে ‘রাজনৈতিক দলিল’ হিসেবে চায় বিএনপি Jul 03, 2025
img
অনন্যাকে কষ্ট দিয়ে সারার সঙ্গে নতুন সম্পর্কের কথা বললেন আদিত্য Jul 03, 2025
img
লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে শাকিবের সিনেমা দেখেন অভিনেতা আরশ খান Jul 03, 2025
img
এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা নয়: নাহিদ ইসলাম Jul 03, 2025