যুদ্ধবিরতির অনুরোধ করেছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়: আহমেদ শরিফ চৌধুরী

সাম্প্রতিক সংঘাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুদ্ধবিরতির অনুরোধ করা হয়েছিল বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী একথা জানিয়েছেন।

এছাড়া যুক্তরাষ্ট্রসহ শক্তিধর বড় দেশগুলো পাকিস্তানের শান্তিপূর্ণ অবস্থানকে সম্মান জানিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, সীমান্তে সংঘর্ষে “উপযুক্ত জবাব” পাওয়ার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানায় বলে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী দাবি করেছেন।

রোববার রুশ সংবাদমাধ্যম আরটি অ্যারাবিক-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধান এই সামরিক মুখপাত্র জানান, গত ৬ ও ৭ মে রাতে ভারত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। জবাবে পাকিস্তান দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানায়। এই পাল্টা হামলায় পাকিস্তানের বিমানবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে।

তিনি বলেন, “সারাদেশ এবং সেনাবাহিনী একত্রে একটি অটুট প্রাচীরের মতো রুখে দাঁড়ায়। ৯ ও ১০ মে রাতে ভারত আবারও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আতঙ্ক তৈরি করতে চায়। কিন্তু তারা ভুলে গিয়েছিল, পাকিস্তানিরা ভয় পাওয়ার জাতি নয়।”

জেনারেল শরিফ আরও দাবি করেন, এরপর ১০ মে সকালে পাকিস্তান সতর্কতা ও সংযম বজায় রেখে প্রতিক্রিয়া জানায়—শুধুমাত্র ভারতীয় সামরিক স্থাপনায় আঘাত করে, কোনও বেসামরিক স্থাপনায় নয়। তার ভাষায়, “এটি ছিল সুষম, ন্যায্য ও নিয়ন্ত্রিত জবাব।”

সংকটকালে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতার প্রশংসা করে তিনি বলেন, “আমরা সহিংস নই, দায়িত্বশীল। শান্তিই আমাদের অগ্রাধিকার”। তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ বড় শক্তিধর দেশগুলো পাকিস্তানের শান্তিপূর্ণ অবস্থানকে সম্মান জানিয়েছে। ভারতের বিরুদ্ধে আবারও সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলে পাকিস্তানের আইএসপিআর প্রধান বলেন, “নয়াদিল্লি বারবার মিথ্যা প্রচার চালিয়ে সত্য আড়াল করার চেষ্টা করে থাকে।”

কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর সাম্প্রতিক হামলা প্রসঙ্গে তিনি বলেন, হামলার কিছুক্ষণের মধ্যেই ভারতের গণমাধ্যম পাকিস্তানকে দোষারোপ করে, অথচ দুই দিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তদন্ত এখনও চলমান।

পাকিস্তানি এই সেনা মুখপাত্র প্রশ্ন তোলেন— “যখন তদন্তই শেষ হয়নি, তখনই দোষারোপ কতটা যুক্তিসঙ্গত?”

তিনি আরও বলেন, পাকিস্তান ভারতের কাছে একটি যৌক্তিক প্রস্তাব দেয়—যদি প্রমাণ থাকে, তাহলে তা নিরপেক্ষ সংস্থার মাধ্যমে তদন্ত করা হোক। কিন্তু ভারত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে একতরফাভাবে আগ্রাসন চালায়। ক্ষেপণাস্ত্র হামলায় মসজিদসহ বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয় এবং এতে নারী, শিশু ও বয়স্কদের মৃত্যু হয় বলেও অভিযোগ করেন তিনি।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির কড়া বার্তা, হাসনাতকে এক সপ্তাহের আলটিমেটাম May 19, 2025
img
ইশরাকের মেয়র হতে চাওয়ার যৌক্তিকতা নিয়ে সারজিসের প্রশ্ন May 19, 2025
img
বাবার সামনে হাতেনাতে ধরা পড়লেন সানি লিওন May 19, 2025
img
১০ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত May 19, 2025
img
বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানি ‘এয়ার সিয়াল’ May 19, 2025
img
শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর পৌনে ২ লাখ কোটি টাকার সম্পদ জব্দ May 19, 2025
img
ঝড় তুলতে অভিনয়ে আসছেন, যেভাবে প্রস্তুতি নিচ্ছে শচীনকন্যা May 19, 2025
img
করোনার থাবায় শিল্পা, চিন্তিত ভক্তরা May 19, 2025
img
ফারিয়ার দুঃসময়ে পাশে রয়েছেন জুলাই আন্দোলনের তারকারা May 19, 2025
img
রোজ রাতে নিজের স্বামীকে খুশি রাখতে যা করেন রানী মুখার্জি May 19, 2025
img
এমএমএস ভিডিও ফাঁস, জীবন তছনছ নায়িকা মধুমিতার May 19, 2025
img
রাজউকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুরের শেয়ার-ব্যাংক হিসাব অবরুদ্ধ May 19, 2025
img
'নীরবতা নিন্দনীয়'—অপারেশন সিঁদুর নিয়ে জয়শংকরকে ফের খোঁচা রাহুলের May 19, 2025
img
শাড়ি বিক্রি করতে গিয়ে বিপাকে রচনা ব্যানার্জি May 19, 2025
img
ভারতের নিষেধাজ্ঞা, জরুরি সভা ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয় May 19, 2025
img
গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন চালানো হচ্ছে : আসিফ May 19, 2025
img
আলিয়ার সাথে যে কারণে ঘুম হয় না রণবীরের May 19, 2025
img
'সরকারি পৃষ্ঠপোষকতায় আগামী বছর থেকে হবে জব্বারের বলি খেলা' May 19, 2025
img
শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে পিটিআই May 19, 2025
img
আ.লীগের আমলের সব নির্বাচনই অবৈধ,জানিয়েছে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' May 19, 2025