ঘুম থেকে উঠেই বাগানে দেখা গেল বিশাল জাহাজ

ঘুম থেকে উঠেই যদি দেখেন এক বিশাল জাহাজ আপনার বাড়ির উঠোনের সামনে ঠায় দাঁড়িয়ে আছে, তাহলে কেমন লাগবে? আতঙ্কিত হবেন নিশ্চয়ই!বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে নরওয়ের জোহান হেলবার্গ নামের এক ব্যক্তির সঙ্গে।

নরওয়েজীয় এই ব্যক্তি ঘুম ভেঙে চোখ মেলেই দেখলেন, তার সামনের বাগানে এসে ধাক্কা মেরেছে বিশাল এক কনটেইনার জাহাজ!

ওই বিশাল কার্গো জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে নরওয়ের ট্রন্ডহেইম শহরের কাছে বাইনেসেট উপকূলে উঠে পড়ে। আর সেটি জোহান হেলবার্গের ঠিক বাড়ির সামনের বাগানে গিয়ে থামে।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ১৩৫ মিটার দৈর্ঘ্যের ‘এনসিএল সাল্টেন’ নামের সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটি আর একটু হলে তার বাড়ির ওপরেই উঠে যেত।

মজার বা দুঃখের বিষয় যাই বলেন না কেন, জাহাজটি যখন উপকূলে ছুটে আসছিল, তখন হেলবার্গ কিছুই টের পাননি। জাহাজটিকে বেদম (প্রায় ৩০ কিলোমিটার) গতিতে ছুটে আসতে দেখে আতঙ্কিত এক প্রতিবেশী হেলবার্গকে ঘুম থেকে ডেকে তোলেন। তার পরেই তিনি নিজ চোখে বিষয়টি দেখতে পান।

হেলবার্গ স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভিটু-কে বলেন, ‘আমি জানালার দিকে তাকিয়ে দেখি বিশাল এক জাহাজ ঠিক সামনে দাঁড়িয়ে। এর ওপরের অংশ দেখতে আমাকে রীতিমত ঘাড় বাঁকাতে হলো। পুরো ব্যাপারটাই ছিল অবিশ্বাস্য’।

প্রতিবেশী জোস্টেইন ইয়োর্গেনসেন জানান, জাহাজটি পুরো গতিতে তীরের দিকে এগিয়ে আসার শব্দে তার ঘুম ভেঙে যায়। এরপর তিনি দ্রুত হেলবার্গের বাড়িতে ছুটে যান।

টিভিটু-কে বলেন, ‘আমি ভেবেছিলাম সে (হেলবার্গ) হয়তো আগেই বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু বাড়ির ভেতরে কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না। বারবার দরজার বেল বাজিয়েও কোনো সাড়া পাইনি। পরে ফোন করে তাকে পাই’।

এদিকে এএফপির জানিয়েছে, উপকূলে উঠে যাওয়া জাহাজটিতে মোট ১৬ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে নরওয়েজীয়, লিথুয়ানিয়, ইউক্রেনীয় ও রুশ নাগরিকও ছিলেন।

ট্রন্ডহেইম ফিয়র্ড ধরে দক্ষিণ-পশ্চিমমুখী হয়ে ওর্কানগারের দিকে যাওয়ার পথে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলে উঠে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

কী কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। নরওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এর আগেও জাহাজটি ২০২৩ সালে তীরে উঠে পড়েছিল। তবে সে ঘটনায় নিজ শক্তিতেই পুনরায় পানিতে ফিরে যেতে পারে।

এবারে ঘটনা প্রসঙ্গে হেলবার্গ বলেন, ‘আপাতত জাহাজটি বেশ বড়সড় এক নতুন প্রতিবেশী। তবে আশা করি, এটি খুব তাড়াতাড়িই চলে যাবে’।

আরআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
দিল্লী থেকে আরেকটি ১/১১ ঘটানোর ষড়যন্ত্র চলছে: এনসিপি নেতা শিশির May 24, 2025
img
পদত্যাগ করার এখতিয়ার ইউনূস সরকারের নেই: ফয়জুল করীম May 24, 2025
img
পিনাকী, ইলিয়াস ও কনকের ঐক্যবদ্ধ আহ্বান May 24, 2025
img
নেতানিয়াহু'র দেশকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান May 24, 2025
img
ফ্লোরাল গাউনে অভিষেকেই কান জয় আলিয়ার! May 24, 2025
img
শনিবার বিএনপি-জামায়াতের সাথে বসবেন প্রধান উপদেষ্টা May 24, 2025
img
ড. ইউনূসের পদত্যাগ নয়, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চায় জনগণ : প্রিন্স May 24, 2025
img
সম্পর্কের জটিল বন্ধনে ‘গৃহপ্রবেশ’, কোন কাহিনি উঠে আসবে পর্দায়? May 24, 2025
img
ক্ষুদে বিজ্ঞানীদের মেধা-অধ্যবসায় আমাদের মুগ্ধ করেছে: জোবাইদা রহমান May 24, 2025
img
সাকিব ব্যর্থ, রিশাদের নৈপুণ্যে ফাইনালে লাহোর May 24, 2025
img
শাকিব খানের ধামাকা থামছেই না, প্রশংসায় ভাসালেন বুবলী! May 24, 2025
img
নিজের মেয়েকে ফিরে পেতে তওবা করে অভিনয় ছাড়েন শাবানা May 24, 2025
img
এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম ফিফটির রেকর্ডে ভাগ বসালেন ফোর্ড May 23, 2025
img
ক্ষুধা পেটে ফুটপাতেই ঘুমিয়েছি : মিঠুন চক্রবর্তী May 23, 2025
img
নাবালক উপদেষ্টারা জুলাই ঐক্য নষ্ট করেছে : নুর May 23, 2025
img
অশালীন ভঙ্গি দেখে ভেঙে পড়েন সোফি May 23, 2025
img
শেখ হাসিনা সরকারকে ‘দেবদাস’ আখ্যা দিয়ে প্রতীকী মন্তব্য জয়ের May 23, 2025
img
দেশ রক্ষায় ডক্টর ইউনূসের প্রতি সাবেক বিসিএস অফিসারদের পূর্ণ সমর্থন May 23, 2025
img
নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতা বাড়ছে : জোনায়েদ সাকি May 23, 2025
img
‘এ অভিজ্ঞতাকে পরবর্তীতে কাজে লাগাতে চাই’, কান থেকে রাজীব May 23, 2025