বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য রাজস্থানের যোধপুর থেকে অন্তত ১৫৩ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে ভারতের আইনশৃঙ্খলাবাহিনী।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস শুক্রবার (২৩ মে) জানিয়েছে, রাজস্থানে গত কয়েকদিন ধরে বাংলাদেশিদের আটকের নামে মুসলিমদের ধরা হচ্ছে। এ বিষয়টি নজরে আসার পর রাজস্থান সরকারকে নোটিশ পাঠায় হাইকোর্ট। আর এদিনই (গত বুধবার) তাদের যোধপুর থেকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়।
রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা বলেছেন, এই মানুষদের বাংলাদেশি হিসেবে অভিহিত করে জয়পুর, আজমির এবং শিকার এলাকা থেকে আটক করা হয়। এরপর তাদের একটি অস্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়।
তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গে এখন বিএসএফের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করবে এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে আরও ১৪৮ জনকে, যাদের ভারত বাংলাদেশি হিসেবে দাবি করেছে, তাদের যাচাই প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
রাজস্থান পুলিশ এখন পর্যন্ত বাংলাদেশি সন্দেহে ১ হাজার ৮ জনকে আটক করেছে। যাদের ছয়টি আলাদা আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বাংলাদেশি সন্দেহে আরও ধরপাকড় চালানো হচ্ছে।
রাজস্থানে কথিত বাংলাদেশিদের আটকের নামে ভারতীয়দেরও আটক করা হচ্ছে— এমন অভিযোগ তুলে পিটিশন দায়ের করা হয়। গত মঙ্গলবার পাঁচটি পিটিশনের শুনানি হয়। এরপর সুপ্রিম কোর্ট রাজস্থান সরকারের কাছে এ ব্যাপারে নোটিশ পাঠায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরআর/টিএ