বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, ফাইনালে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের কাছে হেরে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত।

বুধবার ওল্ড ট্রাফোর্ড সেমিফাইনালে ১৮ রানে হেরে যায় কোহলিরা।

মঙ্গলবার বৃষ্টির বাধায় ৪৬ ওভার ১ বলে ৫ উইকেটে ২১১ রান করেছিল নিউজিল্যান্ড। সেখান থেকে রিজার্ভ ডেতে ব্যাট শুরু করেন রস টেইলর ও টম লাথাম। তবে সুবিধা করতে পারেননি তারা।

লাথামকে ১০ রান ফিরিয়ে দেন ভুবেনেশ্বর। ৭৪ রানে রান আউটে কাটা পরেন টেইলর। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৩৯ রান করে নিউজিল্যান্ড।

এরপর জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে ভারত। কিন্ত শুরুতেই হোচট খায় কোহলিরা। দ্বিতীয় ওভারেই ম্যাট হ্যানরির বলে সাজঘরে ফিরেন ইনফর্ম রোহিত শর্মা।

স্কোর বোর্ডে ১ রান যোগ হতেই ভিরাট কোহলিকে তুলে নেন ট্রেন্ট বোল্ট। দলীয় ৫ রানেই লোকেশ রাহুলকেও হারালে বিপাকে পড়ে ভারত। ব্যক্তিগত ১ রানে তিনি ফেরেন ম্যাট হেনরির বলে। দলীয় ২৪ রানে দিনেশ কার্তিককেও ফেরান হেনরি।

হার্দিক পান্ডিয়া ও ঋষাভ পন্ত ৫ম উইকেট জুটিতে ৪৭ রান যোগ করলেও পন্তকে ৩২ রানে ফিরিয়ে হতাশ করেন স্যন্টনার। এই স্পিনারের বলেই পান্ডিয়াও থামেন ৩২ রানেই। তবে, এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়ে দলের হাল ধরেন মহেন্দ্র সিং ধোনী। ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেন জাদেজা।

কিন্তু জাদেজা ও ধোনীর বিদায়ের পর কার্যত হেরে যায় ভারত। পরের ব্যাটসম্যানরা শুধু রানের ব্যবধান কমিয়েছেন।

 

টাইমস/জেডটি

 

Share this news on:

সর্বশেষ