জাপানের টোকিও থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টনের উদ্দেশে রওনা হওয়া অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট সিয়াটলে জরুরি অবতরণে বাধ্য হয়। মাঝ আকাশে এক যাত্রী বিমানের দুটি এক্সিট ডোর খোলার চেষ্টা করলে নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ঘুরিয়ে আনা হয়। এফবিআই জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট যাত্রীকে নিয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এতে বলা হয়, শনিবার (২৪ মে) অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) ফ্লাইট ১১৪ উড্ডয়নের কয়েক ঘন্টা পরেই সিয়াটলে ঘুরিয়ে দেয়া হয়।
এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পর ওই ব্যক্তির সহযাত্রী এবং ক্রুরা তাকে আটকে রেখেছিলেন। সিএনএন জানিয়েছে, বিমানটি সিয়াটলে অবতরণের পরপরই, তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফ্লাইটটি টোকিওর হানেদা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল এবং হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।
ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুসারে, সিয়াটলে স্থানীয় সময় ভোর ৪টায় অবতরণের আগে বিমানটি প্রায় ১০ ঘন্টা ধরে আকাশে উড়ছিল।
সিয়াটল বন্দরের মুখপাত্র ক্রিস গুইজলো সিএনএনকে জানান, ওই যাত্রী বিমানের এক্সিট (প্রস্থান) দরজা খোলার চেষ্টা করার খবর পাওয়ার পর পুলিশকে ডাকা হয়। তিনি আরও বলেন, এই ঘটনায় কেউ আহত হয়নি।
এদিকে, সিয়াটলে অবতরণের পর, অন্য একজন যাত্রী ডাইভারশনের সময় ‘টারম্যাকে’ অপ্রাসঙ্গিক আচরণ করেন। এফবিআই অনুসারে, দ্বিতীয় যাত্রী বিমানবন্দরের বাথরুমের দরজায় ঘুষি মারছিলেন।
পরে তাকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়, এরপর হিউস্টনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিমানটি স্থানীয় সময় দুপুর ১টার দিকে হিউস্টনে পৌঁছায় বলে জানিয়েছে বিমান সংস্থাটি।
আরএ/টিএ