সৌদি আরবের বাদশাহর রাজকীয় আমন্ত্রণে এ বছর হজ করবে ১৩ শ হাজি। বিশ্বের একশ দেশ থেকে তাদের আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রিত হাজিদের ভেতর পুরুষের পাশাপাশি নারী হাজিও থাকবে।
তারা রাজকীয় ব্যবস্থাপনায় হজ, ওমরাহ ও দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করবে। সার্বিক ব্যবস্থাপনায় থাকবে দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি আরবে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে হাজিদের আমন্ত্রণ জানাতে ও যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল-আলশেখ এই নির্দেশের জন্য বাদশাহ সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি তাদের প্রশংসা করে বলেন, এই নির্দেশ মুসলিম জাতির প্রতি সৌদি নেতৃত্বের নিষ্ঠার প্রমাণ। এর মাধ্যমে মুসলিম বিশ্বে সৌদি আরবের অবস্থান সুসংহত হবে। মন্ত্রী আল-আলশেখ আরো বলেন, রাজকীয় নির্দেশনা অনুসারে মন্ত্রণালয় অতিথিদেরকে তার সামর্থ্যের ভেতর সর্বোচ্চ পরিষেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে।
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত ১৪০ দেশের ৬৫ হাজার হাজি রাজকীয় আমন্ত্রণে হজ করেছে। যাদেরকে নিজ দেশ সৌদি আরবে গমন থেকে হজ, ওমরাহ ও পরিদর্শন শেষে দেশে ফেরা পর্যন্ত যাবতীয় ব্যয় সৌদি সরকার বহন করে থাকে।
এফপি