চীনা প্রেসিডেন্টের কন্যাকে বহিষ্কার চেয়ে মার্কিন রাজনীতিতে উত্তেজনা

যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন ও চীনা প্রভাব নিয়ে চরম উত্তেজনার মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একমাত্র কন্যা শি মিংজেকে দেশ থেকে বহিষ্কারের দাবি তুলেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও অতি-ডানপন্থী রাজনৈতিক ভাষ্যকার লরা লুমার।


শনিবার (৩১ মে) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে লুমার লিখেছেন, “এবার যাও। শি জিনপিংয়ের মেয়েকে বহিষ্কার করো।” তিনি দাবি করেন, শি মিংজে ম্যাসাচুসেটসে থাকেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রত্যক্ষ প্রমাণ উপস্থাপন করেননি। বরং পোস্টে তিনি মার্কিন সিনেটর এবং পররাষ্ট্রমন্ত্রী প্রার্থী মার্কো রুবিওকে ট্যাগ করেন।

উল্লেখ্য, শি মিংজে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন, এমন কোনো তথ্য জনসমক্ষে পাওয়া যায়নি। বরং মার্কিন সাময়িকী দ্য নিউ ইয়র্কার–এর ২০১৫ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, হার্ভার্ডে লেখাপড়া শেষে তিনি চীনে ফিরে যান। ওই প্রতিবেদনে আরও বলা হয়, তিনি হার্ভার্ডে মনোবিজ্ঞান ও ইংরেজি বিষয়ে পড়াশোনা করেন এবং নিজের পরিচয় গোপন রাখতে একটি ভিন্ন নাম ব্যবহার করতেন।

লুমারের এই মন্তব্য এমন সময় এলো, যখন চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উত্তপ্ত, বিশেষ করে উচ্চশিক্ষা খাত ও অভিবাসন নীতিতে চীনা প্রভাব নিয়ে ওয়াশিংটনে বিতর্ক তুঙ্গে। মার্কিন প্রশাসনের অভিযোগ, চীনা শিক্ষার্থীরা কখনো কখনো কৌশলগত তথ্য বা গবেষণায় জড়িত থেকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছেন।

এ প্রেক্ষাপটে সম্প্রতি সিনেটর মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন, যেসব চীনা শিক্ষার্থীর সঙ্গে কমিউনিস্ট পার্টির যোগসূত্র রয়েছে বা যারা কৌশলগত অধ্যয়নে যুক্ত, তাদের ভিসা বাতিল করা শুরু করবে যুক্তরাষ্ট্র। তার এই ঘোষণার পর থেকেই উদ্বেগ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত লক্ষ লক্ষ চীনা শিক্ষার্থীদের মধ্যে। কারণ এ ধরনের নীতিমালা বাস্তবায়ন হলে তা শুধু অভিবাসী শিক্ষার্থীদের ওপর নয়, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর অর্থনৈতিক ভিত্তির ওপরও প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এর আগেও হার্ভার্ডের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ও চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার অভিযোগ এনেছিল। সে সময় বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেল আদালত একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিল।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন ভিসা নীতির এই পরিবর্তনের কড়া প্রতিবাদ জানিয়েছে। ওয়াশিংটনে তারা আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, শি মিংজে ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের খ্যাতনামা সঙ্গীতশিল্পী ও সোপ্রানো পেং লিউয়ানের একমাত্র সন্তান। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্য খুবই সীমিত হলেও জানা যায়, ২০০৮ সালে সিচুয়ান ভূমিকম্পের পর তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন।

চলমান পরিস্থিতিতে শি মিংজের নাম আবারো আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির নতুন ধারার একটি প্রতীক হিসেবে, যদিও তার বর্তমান অবস্থান বা রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এসএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
কুয়েতে পৌঁছেছেন বাংলাদেশের ব্যবসায়ী নেতারা Sep 15, 2025
img
আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক Sep 15, 2025
img
বিভিন্ন দূতাবাসে বদলি প্রশাসনের ১৭ কর্মকর্তা Sep 15, 2025
img
পিআরের দাবি জানিয়ে নির্বাচন নিয়ে সংশয় তৈরি করা হচ্ছে : আশরাফ উদ্দিন Sep 15, 2025
img
ড. ইউনূসের ডানে-বাঁয়ে গণ্ডগোল, কথার ফুলঝুরি চলছে না : রনি Sep 15, 2025
img
দাবি না মানলে এশিয়া কাপ ছাড়ার কড়া বার্তা পিসিবির! Sep 15, 2025
img
জুলাই সনদ নিয়ে চূড়ান্ত মতামত দেবে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত Sep 15, 2025
img
জামায়াতের নেতাদের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Sep 15, 2025
img
সংবাদমাধ্যমের নাটকীয় শিরোনামে বিরক্ত স্বস্তিকা মুখার্জী Sep 15, 2025
img
বিপিএলের আগে এনসিএলের আয়োজন নিয়ে আশরাফুলের বার্তা Sep 15, 2025
img
নেপাল : কারাগার থেকে পালানো ৩ হাজার ৭ শতাধিক কয়েদি ফের গ্রেপ্তার Sep 15, 2025
img
আজ থেকে শুরু হলো বিসিবির লেভেল-৩ কোচিং কোর্স Sep 15, 2025
img
বাংলাদেশে নির্বাচিত সরকারের অপেক্ষায় ইইউ! Sep 15, 2025
img
নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার Sep 15, 2025
img
২৩ বছরে পা দিলো আরাভ, ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা অক্ষয় কুমারের Sep 15, 2025
img
পরিবেশ দূষণরোধে প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে : চসিক মেয়র Sep 15, 2025
img
প্রথমবার ঢাকায় আসছেন অভিনেত্রী হানিয়া আমির! Sep 15, 2025
img
হেফাজত আমিরের বক্তব্যে জামায়াতের প্রতিবাদ Sep 15, 2025
img
ঢাকা বিভাগের কাউন্সিলরশিপ গ্রহণ করলেন বুলবুল Sep 15, 2025
img
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৬১ Sep 15, 2025