হিমালয়া এয়ারলাইনসের কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট চালু সোমবার

নেপালের বেসরকারি বিমান সংস্থা হিমালয়া এয়ারলাইনস সোমবার থেকে কাঠমান্ডু-ঢাকা-কাঠমান্ডু সরাসরি বিমান ফ্লাইট শুরু করতে যাচ্ছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় হিমালয়া এয়ারলাইনস।

সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইনসের ভাইস প্রেসিডেন্ট বিজয় শ্রেষ্ঠা বলেন, কাঠমান্ডু-ঢাকা-কাঠমান্ডু রুটে এ৩২০-২১৪ বিমানের মাধ্যমে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটগুলো স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে কাঠমান্ডু থেকে ছেড়ে স্থানীয় সময় বেলা ১টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

ফিরতি ফ্লাইটে স্থানীয় সময় বেলা ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় বেলা ৩টা ২০ মিনিটে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিমানগুলোতে ১৫০টি ইকোনমি ক্লাস ও আটটি প্রিমিয়াম ইকোনমি ক্লাসের আসন থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হিমালয়া এয়ারলাইনস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুশীল কুমার বাসনেত বলেন, অন্যান্য বিমান কোম্পানির তুলনায় এই কোম্পানির ফ্লাইটগুলোর টিকিটের দাম অনেক কম।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ