আইসিসির হল অব ফেম-এ ধোনি, স্বীকৃতি পেলেন আরও ৬ ক্রিকেটার

আইসিসির ‘হল অব ফেম’-এ জায়গা পেলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সোমবার (৯ জুন) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আইসিসি। ধোনি ছাড়াও এ দিন আরও ৬ ক্রিকেটারকে ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়েছ।

অবসর নেওয়ার পাঁচ বছর পর এই সম্মাননা পেলেন ধোনি। ইতিমধ্যে ‘হল অব ফেম’-এ ছিলেন ভারতের ১০ ক্রিকেটার। তাদের মধ্যে দু’জন নারী ক্রিকেটার ও ৮জন পুরুষ ক্রিকেটার। নতুন করে যুক্ত হয়েছে ধোনির নাম।
এর আগে ২০০৯ সালে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ‘হল অব ফেম’-এ জায়গা পান সুনীল গাভাস্কার ও বিষান সিং বেদী। এরপর এ তালিকায় যুক্ত হয় কপিল দেব, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিনু মাঁকড়, ডায়না এডুলজি ও নীত ডেভিড-এর নাম।

আইসিসির ওয়েবসাইটে ধোনি বলেছেন, ‘হল অব ফেম সুযোগ পেয়ে আমি আপ্লুত। গোটা বিশ্বে প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্রিকেটাররা যে অবদান রাখে, তার স্বীকৃতি জানানো হয় এই সম্মানের মাধ্যমে। সর্বকালের সেরাদের পাশে নিজের নাম দেখতে পাওয়া অসাধারণ অনুভূতি। সারাজীবন এই সম্মান মনে রাখবো।’



২০০৪ সালে ভারতের হয়ে অভিষেক হয় ধোনির। তিন বছর পর টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব পান। এরপর টেস্ট এবং এক দিনের ক্রিকেটে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক দিনের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার স্বাদ পেয়েছেন ধোনি। ভারতকে দু’বার এশিয়া কাপ জিতিয়েছেন। এক দিনের ফরম্যাটে দু’বার আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন।

ভারতের হয়ে ৩৫০টি ওয়ানডে ম্যাচ খেলে ধোনি রান করেছেন ১০ হাজার ৭৭৩। ৯০টি টেস্ট খেলে করেছেন ৪ হাজার ৮৭৬ রান।

এ দিন ধোনির সঙ্গেই আইসিসি-র ‘হল অব ফেম’-এ জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, গ্রায়েম স্মিথ এবং দুই নারী ক্রিকেটার পাকিস্তানের সানা মীর ও ইংল্যান্ডের সারাহ টেলর।



এ তালিকায় নাম আছে অস্ট্রেলিয়ার বহু ক্রিকেটারের। চলতি বছর অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন হল অব ফেম-এ। তারা হলেন- মাইকেল ক্লার্ক, মাইকেল বেভান ও ক্রিস্টিয়ানা ম্যাথিউস। নতুন করে যুক্ত হলো ম্যাথু হেইডেনের নাম। অস্ট্রেলিয়ার একজন বিধ্বংসী ওপেনার ছিলেন হেইডেন। অজিদের হয়ে দুবার বিশ্বকাপও জিতেছেন বাঁহাতি এই ব্যাটার।

নিউজিল্যান্ডের চতুর্থ ক্রিকেটার হিসেবে হল অব ফেম-এ জায়গা পেলেন ড্যানিয়েল ভেট্টোরি। এর আগে এ তালিকায় নাম লিখিয়েছেন রিচার্ড হ্যাডলি, মার্টিন ক্রো এবং নারী ক্রিকেটার ডেবি হকলে। এবার নতুন করে এ তালিকায় যুক্ত হলো ভেট্টোরির নাম।

দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার হাশিম আমলা ও গ্রায়েম স্মিথ জায়গা পেয়েছেন এ তালিকায়। জাতীয় দলের হয়ে ক্যারিয়ারে ১২৪টি টেস্ট ম্যাচ খেলেছেন হাশিম আমলা। রান করেছেন ৯ হাজার ২৮২। ওয়ানডে ম্যাচ খেলেছেন ১৮১টি। ৪৯.৪৬ গড়ে রান করেছেন মোট ৮ হাজার ১১৩। এ ছাড়া ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রান করেছেন ১ হাজার ২৭৭।



দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১১৭টি টেস্ট খেলেছেন গ্রায়েম স্মিথ। ৪৮.২৫ গড়ে রান করেছেন মোট ৯ হাজার ২৬৫। নামের পাশে উইকেট আছে ৮টি। ওডিআই ম্যাচ খেলেছেন ১৯৭টি। ৩৭.৯৮ গড়ে মোট ৬ হাজার ৯৮৯ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। এ ছাড়া উইকেট শিকার করেছেন ১৮টি। ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তার মোট রান ৯৮২।

নিউজিল্যান্ডের হয়ে মোট ১১৩টি টেস্ট খেলেছেন ড্যানিয়েল ভেট্টোরি। ৩০.০০ গড়ে তার মোট রান ৪ হাজার ৫৩১। উইকেট শিকার করেছেন ৩৬২টি। ২৯৫ ওয়ানডে ম্যাচ খেলে রান করেছেন মোট ২ হাজার ২৫৩, উইকেট নিয়েছেন ৩০৫টি। এ ছাড়া ৩৪টি টি-টোয়েন্টি খেলে ৩৮ উইকেট শিকার করেছেন বাঁহাতি এই স্পিনার, রান করেছেন মোট ২০৫।

পাকিস্তানের নারী ক্রিকেটার সানা মীর জাতীয় দলের হয়ে মোট ১২০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৭.৯১ গড়ে তার মোট রান ১ হাজার ৬৩০, পাশাপাশি উইকেট শিকার করেছেন ১৫১টি। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১০৬টি। ৮৯ উইকেট শিকারের পাশাপাশি রান করেছেন ৮০২।

আরেক নারী ক্রিকেটার সারাহ টেইলর ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন ১০টি। রান করেছেন ৩০০, উইকেটের পেছনে গ্লাভস হাতে ডিসমিসাল করেছেন ২০টি। ১২৬টি ওডিআই ম্যাচ খেলে সারাহ রান করেছেন মোট ৪হাজার ৫৬। আর ৯০টি টি-টোয়েন্টি খেলে তার রান ২ হাজার ১৭৭।


Share this news on:

সর্বশেষ

img
ফেনীতে ২২৩টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করছে সরকার Jun 18, 2025
img
জামায়াত আগে ছিল হেলমেট বাহিনী, এখন তারাই টুপি লাগিয়ে হামলা করে: চৌদ্দগ্রাম বিএনপি Jun 18, 2025
img
নেতানিয়াহুর লক্ষ্য ট্রাম্পকে যুদ্ধে নামানো: মারওয়ান বিশারা Jun 18, 2025
img
মার্কিন দূতাবাসে জামায়াত নেতাদের উপস্থিতি, আলোচনায় নির্বাচনী ইস্যু Jun 18, 2025
img
তাপসের ঘনিষ্ঠ খোরশেদ গ্রেফতার Jun 18, 2025
img
ইরানে সরকার পতনের চেষ্টা অরাজকতা ডেকে আনবে: ম্যাক্রোঁ Jun 18, 2025
img
জুলাই গণঅভ্যুত্থানে মিথ্যা সুবিধা নিলে দুই বছর কারাদণ্ড Jun 18, 2025
img
ইরানে সেবা বন্ধ হতে পারে, আশঙ্কায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা Jun 18, 2025
img
চব্বিশ ঘণ্টায় ২৮টি শত্রু বিমান ভূপাতিতের দাবি ইরানের Jun 18, 2025
img
আজিমপুরে জনতার হাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক Jun 18, 2025
img
ইরান থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি ইসরায়েলের Jun 18, 2025
img
তেহরানে হামলায় আইনি বৈধতা নেই, বলছে মস্কো Jun 18, 2025
img
পুতিন-জিনপিংয়ের কূটনৈতিক বার্তায় ট্রাম্পের প্রভাব স্পষ্ট Jun 18, 2025
img
বিএনপি-সরকার দূরত্ব ঘুচেছে, আন্দোলন থেকে সরে যেতে হতে পারে ইশরাককে Jun 18, 2025
img
ইরানের বিরুদ্ধে সামরিক হামলা বিবেচনায় যুক্তরাষ্ট্র Jun 18, 2025
img
নতুন অভিযানের ঘোষণা দিল ইসরায়েল Jun 18, 2025
img
বাংলা বলায় বাংলাদেশে পুশ ইন, ক্ষোভের মুখে ৫ ভারতীয়কে ফিরিয়ে নিল ভারত Jun 18, 2025
img
খামেনিকে হত্যা আপাতত নয়, জানালেন ট্রাম্প Jun 18, 2025
img
মিরপুরে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৬ Jun 18, 2025
img
‘দিলওয়ালে ২’ না বানানোর পক্ষে কাজল Jun 18, 2025