নগদ এর অ্যাকাউন্ট খোলা যাবে বিনামূল্যে

জনপ্রশাসন দিবস উপলক্ষে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ এর অ্যাকাউন্ট বিনা মূল্যে খোলার আয়োজন করেছে ডাক অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ১০টায় ডাক অধিদপ্তর, জিপিও ঢাকায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ সময় জিপিওর ভেতরে নগদ এর উদ্যোক্তারা গ্রাহকের অ্যাকাউন্ট বিনা মূল্যে খুলে দেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, নগদ দেশব্যাপী তাদের কাজ পরিচালনা করছে। এত অল্প সময়ে মানুষের যে পরিমাণ সহায়তা পাচ্ছে ও মানুষের যে পরিমাণ আগ্রহ তৈরি হয়েছে নগদের প্রতি, এটি প্রায় দুর্লভ।

মোস্তফা জব্বার বলেন, আমরা টেলিকম বিভাগের পক্ষ থেকে নগদ কে ডাক বিভাগের সেবা হিসেবে সরকারের সকল সেবার কেন্দ্রবিন্দুতে নিতে পারি এবং সাধারণ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হিসেবে নিতে পারি।

এ ছাড়া সারা দেশে নগদ উদ্যোক্তা পয়েন্টে গিয়ে যে কেউ বিনা মূল্যে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। নিজে নিজে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খুব সহজে একজন গ্রাহক নগদ উদ্যোক্তার কাছ থেকে বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র প্রমুখ ।

 

টাইমস/এএইচ/জেডটি

Share this news on: