কুমিল্লায় বিএনপির ২ গ্রুপের দ্বন্দ্বে লাইনম্যানকে মারধর, উপদেষ্টা আসিফের ওপর মিথ্যাচার

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মারামারির ঘটনাকে উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে মিথ্যাচারের অভিযোগ উঠেছে।

গত সোমবার (৯ জুন) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পান্তি বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠিত দু পক্ষের মারামারিকে আসিফ মাহমুদের গাড়িবহরে যানজটের কারণে তার অনুসারীরা মারধর করেছে বলে সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদের প্রতিবাদ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গত সোমবার (৯ জুন) সকালে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজ এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে আসেন।

এরই অংশ হিসেবে সকাল ১০টার দিকে পান্তি বাজারে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। বাজারের এক ব্যবসায়ী জানান, উপদেষ্টা আসার আগেই বাজারের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুটো পক্ষ মারামারিতে লিপ্ত হন। এক পর্যায়ে পাহারপুর সরকার বাড়ির কয়েকজনকে দৌঁড়ে ঈশ্বরের মিষ্টি দোকানে নিয়ে মারধর করে ও মোবাইল ছিনিয়ে নেয়। দুপক্ষই স্থানীয় বিএনপি কর্মী বলে জানা যায়।

এ ঘটনার কিছুক্ষণ পর উপদেষ্টা পান্তি বাজারে প্রবেশ করে এবং উপস্থিত সবার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে চলে যান।

একাধিক ব্যবসায়ী জানান, বিকেল ৩টার দিকে আলামিন, কাইউম, রাকিবের নেতৃত্বে পাহাড়পুর সরকার বাড়ির লোকজন সংঘবদ্ধ হয়ে সকালে মারধরকারী ও মোবাইল ছিনতাইকারীদের খুঁজতে বাজারে যায়। মারধরের সাথে জড়িত ও মোবাইল নিয়ে যাওয়া বাজারের লাইনম্যান মহিউদ্দিনকে সামনে পেয়ে মারধর করে। মহিউদ্দিন পাহাড়পুর ইউনিয়ন বিএনপির রাজনীতির সাথে জড়িত।

মহিউদ্দিনের মারধরের ঘটনাকে ৪ দিন পর উপদেষ্টার গাড়িবহরে যানজটের কারণে মারধর করা হয় মর্মে সংবাদ প্রকাশ করা হয়।
এসব সংবাদ মিথ্যাচার বলে অভিযোগ করে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম। তিনি বলেন, অন্য ঘটনাকে উপদেষ্টাকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। একটি মহল সর্বদা উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

চার দিন আগের পারিবারিক ঘটনাকে উপদেষ্টাকে জড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের নিন্দা জানাচ্ছি। স্থানীয় ব্যবসায়ী সোহাগ মিয়া বলেন, বাজারে দুপক্ষের মারামারিতে উপদেষ্টার কোনো সম্পর্ক নেই। ঘটনা উপদেষ্টা আসার আগেই। ঈশ্বর মিষ্টান্ন ভান্ডারের দোকানী ঈশ্বর দাস বলেন, একজনকে দৌড়ে আমার দোকানে ঢুকিয়ে কয়েকজন মারধর করে, মোবাইল নিয়ে যায়।

এ বিষয়ে পাহারপুর ইউনিয়নের চেয়ারম্যান সামাদ মাঝি জানান, উপদেষ্টার গাড়িবহর বা যানজট সংক্রান্ত কোন বিষয়ে মারধরের ঘটনা ঘটেনি। উপদেষ্টা আসার আগেই অন্য বিষয়ে এলাকার দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এছাড়া কিছু নয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুর রহমান বলেন, উপদেষ্টার আগমনের আগে পান্তি বাজারে উত্তেজনা সৃষ্টি হয় শুনেছি। তবে উপদেষ্টার গাড়িবহর আসার পর পরিস্থিতি স্বাভাবিক ছিল। হামলা হয়েছে এমন মর্মে কোন অভিযোগ আসেনি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, উপদেষ্টা আসার চার দিন পর পত্রিকায় দেখলাম মারধরের ঘটনা। বে এ নিয়ে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। উল্লেখ্য, কথিত লাইনম্যান মহিউদ্দিন আগেও চুরি ও ডাকাতির অভিযোগে মারধরের শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন।


পিএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধির ঘোষণা Dec 31, 2025
img
বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মেট্রো স্টেশনগুলোতে উপচেপড়া ভিড় Dec 31, 2025
img
কারওয়ান বাজার থেকে যানচলাচল বন্ধ, হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ Dec 31, 2025
img
জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা : জেলেনস্কি Dec 31, 2025
img
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজারসহ আটক ২০ Dec 31, 2025
img
চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল! Dec 31, 2025
img
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার Dec 31, 2025
img
২০২৫ সালে দক্ষিণ এশিয়ার মধ্যে পুঁজিবাজারে সর্বনিম্ন পারফরম্যান্স বাংলাদেশের Dec 31, 2025
img
ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর Dec 31, 2025
img
ইসহাক দার ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ Dec 31, 2025
img
বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে ৫০ প্লাটুন আনসার মোতায়েন Dec 31, 2025
img
সংসদ ভবনে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ Dec 31, 2025
img
দেশ ও দেশের মানুষই ছিল তাঁর পরিবার : তারেক রহমান Dec 31, 2025
img
হলফনামার বিবরণ দিলেন হাসনাত আব্দুল্লাহ Dec 31, 2025
img
২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ Dec 31, 2025
নববর্ষ পালন করা কি জায়েজ? | ইসলামিক প্রশ্নোত্তর Dec 31, 2025
img
শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা Dec 31, 2025
চট্টগ্রাম থেকে খালেদা জিয়ার জানাজায় এসে যা বললেন বিএনপি নেতা Dec 31, 2025
img
মহান অভিভাবক হারাল জাতি: প্রধান উপদেষ্টা Dec 31, 2025
img
বিশ্ব বাজারে সোনার দামে রেকর্ড, বার-কয়েনে ঝুঁকছেন ক্রেতারা Dec 31, 2025