রবি ও রেকিটের মধ্যে চুক্তি

ব্যবহৃত সিমের নম্বর না বদলিয়ে অন্য অপারেটরের সিম ব্যবহারের সেবা মোবাইল নম্বর পোর্টেবিলিটির (এমএনপি) মাধ্যমে মোবাইল অপারেটর রবির সেবা গ্রহণ করতে চুক্তি করেছে বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার লিমিটেড।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি আজিয়াটা।

রাজধানীর গুলশান-১ এ রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের প্রধান কার্যালয়ে রেকিটের পক্ষে জেনারেল ম্যানেজার (বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্লাস্টার) বিশাল গুপ্ত ও রবির ম্যানেজিং ডিরেক্টর মাহতাব উদ্দিন আহমেদ এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে মোবাইলভিত্তিক বিশেষ এন্টারপ্রাইজ সলিউশন, কলরেট, কল কনফারেন্সিং, ক্লোজ ইউজার গ্রুপ সুবিধা, ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করতে পারবে রেকিট বেনকিজার।

চুক্তি অনুষ্ঠানে রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন, এন্টারপ্রাইজ বিজনেসের জেনারেল ম্যানেজার মো. মনিরুল ইসলাম, জেনারেল ম্যানেজার আজমত উল্লাহ খান এবং রেকিট বেনকিজারের (বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্লাস্টার) রিসোর্সেস ডিরেক্টর আফরিন হুদা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: