দিনের শুরুতেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী, ঢাকায় গরমে অস্বস্তি

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকার আকাশ আজ সকাল থেকেই ছিল হালকা মেঘের আনাগোনা। তবে বৃষ্টির দেখা নেই, বরং দিনের শুরুতেই তাপমাত্রা উঠে গেছে প্রায় ৩০ ডিগ্রিতে।

শনিবার (১৪ জুন) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা ভোরেই গরমের প্রবল উপস্থিতি জানান দিয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। এ সময়ের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। এর ফলে আজও ঢাকাবাসীকে গরমের মধ্যে দিনের কার্যক্রম চালিয়ে যেতে হবে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। একইসঙ্গে দিনের তাপমাত্রা আজও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে, বিভাগীয় পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থেকে সাময়িক মেঘলা থাকতে পারে। দেশের অধিকাংশ বিভাগে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের ভারী বর্ষণও। পাশাপাশি দেশের কয়েকটি অঞ্চলে বিদ্যমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। তবে সিলেট বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এরমধ্যে, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও কিশোরগঞ্জে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রংপুর শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। সেখানে রাতের তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। ময়মনসিংহেও মৃদু তাপপ্রবাহ রয়েছে, তবে তা কিছুটা প্রশমিত হতে পারে। সেখানকার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে তাপপ্রবাহ এখনও বিদ্যমান রয়েছে, এবং তা অব্যাহত থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপপ্রবাহের কোনো উল্লেখ নেই। চট্টগ্রামে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৮ ডিগ্রি। খুলনাতেও মৃদু তাপপ্রবাহ বইছে, তবে তা কিছুটা কমে যেতে পারে। খুলনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে দিনের তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খ. হাফিজুর রহমান সই করা ওই পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, যা জনসাধারণের জন্য স্বস্তির বার্তা হতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় স্থানীয়ভাবে তাপ ও বৃষ্টির তারতম্য দেখা যেতে পারে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আল্লু অর্জুন ও রাজামৌলি: বড় পর্দার নতুন চমক Nov 16, 2025
img
রাজনীতির জায়গায় রাজনীতি, ধর্মের জায়গায় ধর্ম : ডা. জাহিদ Nov 16, 2025
img
‘পেদ্দি’ ছবিতে রাম চরণের বলিউড রিটার্ন Nov 16, 2025
img
বেইলি রোডের কেএফসি ভবনে আগুন Nov 16, 2025
img
শাহজালাল বিমানবন্দরে চরম অব্যবস্থাপনা, বিপর্যস্ত আমদানি সেবা Nov 16, 2025
img
হেফাজতাধীন আসামির বক্তব্য গণমাধ্যমে দেওয়ায় চার পুলিশ সাময়িক বরখাস্ত Nov 16, 2025
img
অস্ট্রেলিয়ার সাংসদদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের Nov 16, 2025
img
টলিউডই কি হয়ে উঠছে জাহ্নবীর নতুন ঘর Nov 16, 2025
img
সবাই ছেড়ে চলে যাচ্ছে : অমিতাভ Nov 16, 2025
img
আখতারের উদ্দেশে মাহমুদের 'ওপেন চ্যালেঞ্জ' Nov 16, 2025
img
আইনজীবী মাসুদ তালুকদারের দলীয় সব পদ থেকে স্থগিতাদেশ তুলে নিল বিএনপি Nov 16, 2025
img
এবার আগারগাঁওয়ে এডিবি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ Nov 16, 2025
img
বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল Nov 15, 2025
img
শুটিং সেটে রক্তাক্ত হয়েও থামেননি আমির খান Nov 15, 2025
img
নির্বাচনী প্রচারণার সময় হাদিকে লক্ষ্য করে কারা ছুড়ল ময়লা পানি? Nov 15, 2025
img
কাজ করলেই শুধু হবে না, কাজে আনন্দ জরুরি : দেব Nov 15, 2025
img
গাজীপুরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন Nov 15, 2025
img
দলগুলো নারী অধিকার নিয়ে ইতিবাচক কথা বললেও বাস্তবে উল্টো কাজ করছে : শহিদুল আলম Nov 15, 2025
img
বিএনপি বড় দল, তবে জনপ্রিয় দল জামায়াত : ডা. তাহের Nov 15, 2025
img
১৭টি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান কেনার ঘোষণা কলম্বিয়ার Nov 15, 2025