রবি ও বেক্সিমকোর কৌশলগত চুক্তি সই

মোবাইল অপারেটর রবি ও বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে বেক্সিমকোর ক্যাবল ছাড়া টিভি দেখার সেবা ডিটিএইচ আকাশের অর্ডার রবির ওয়াক ইন সেন্টারগুলোতে দেয়া যাবে।

সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের সিইও ডি এস ফয়সাল হায়দার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রবির চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, ডিজিটাল সার্ভিসের (ডিএস) এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকি, ডিএসের জেনারেল ম্যানেজার এএম সাখাওয়াত হোসেন, জেনারেল ম্যানেজার ওমর ফারুক ইবনে হাসান এবং বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের হেড অব বিজনেস প্ল্যানিং অ্যান্ড সা্প্লাই চেইন জিয়া হাসান খান, হেড অব মার্কেটিং শাহরিয়ার আমিন, হেড অব ডিস্ট্রিবিউশন সৈয়দ লিয়াকত হোসেন, ম্যানেজার শিহাবুল ইসলাম ও কনসালটেন্ট ভ্লাদিমির বেলায়েভ ।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: