শুভ জন্মদিন স্যার, আপনার সঙ্গে কাজ করা বিরাট সম্মানের: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ। এ উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৮ জুন) প্রথম প্রহরে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।

শফিকুল আলম লিখেছেন, শুভ জন্মদিন স্যার। আপনার সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের।

তিনি আরও লিখেছেন, আমি এটি লিখেছিলাম ২০২৪ সালের ২৩ জানুয়ারি, যখন পরিস্থিতি ছিল চরমভাবে বিষণ্ন— আরেকটি প্রহসনের নির্বাচনের কয়েকদিন পর।

‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিক সাক্ষাৎকার দেন না। তবে আপনি চাইলে তার সঙ্গে দেখা করতে পারেন, আর পৃথিবীর সবকিছু নিয়েই দীর্ঘ আলাপ চালিয়ে যেতে পারেন। কিন্তু তিনি রেকর্ডে কিছু বলবেন না। এ মাসের শুরুতেই তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলেছেন, এই বিচার একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনার অংশ—তাকে অপমান করার একটি কৌশল।

ড. ইউনূস তার আইনি সমস্যাগুলো নিয়ে কিছু বলেন না। বরং তিনি যেন গ্রিক স্টোয়িক দার্শনিকদের মতো করে কথা বলেন। তিনি নীরবে কষ্ট সহ্য করেন। তার আইনজীবীরা বলছেন, তার বিরুদ্ধে ১৭০টির বেশি মামলা রয়েছে, যার মধ্যে একটি দুর্নীতি মামলাও আছে—যেটির কারণে তাকে দীর্ঘ সময়ের জন্য জেলে যেতে হতে পারে। এখন তিনি জামিনে আছেন। তবে, এভাবে আর কতদিন তাকে জেলের বাইরে রাখা যাবে, সে ব্যাপারে তার আইনজীবীরাও নিশ্চিত নন।

অধ্যাপক ইউনূস আমাদের সময়ের একজন নায়ক। তার পাণ্ডিত্য কিংবদন্তির মতো। তার সবচেয়ে অনন্য গুণ হলো—তিনি জটিল কোনো অর্থনৈতিক তত্ত্ব বা ভূরাজনৈতিক বিষয়কেও সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারেন।

এটি বাংলাদেশি বুদ্ধিজীবীদের মধ্যে খুবই বিরল। আমি অনেক বাংলাদেশি বুদ্ধিজীবীর সঙ্গে কথা বলেছি, যারা অক্সফোর্ড, কেমব্রিজ আর হার্ভার্ডে পড়েছেন। তারা ভাষার ব্যাখ্যা বা জ্ঞানের গভীরতায় ড. ইউনূসের ধারেকাছেও যেতে পারেন না। এই গুণটিই তার বক্তৃতাগুলোকে এত সংগত, মার্জিত ও সহজবোধ্য করে তোলে।

মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত ইউনূস সেন্টারে, ২০০৬ সালের শান্তিতে নোবেলজয়ীর কার্যালয়ে এখন যেন একটা হাল ছেড়ে দেওয়ার বাতাবরণ। বিদেশে না থাকলে ড. ইউনূস এখানে নিয়মিতই লোকজনের সঙ্গে দেখা করেন। তবে এখন খুব কম বাংলাদেশি মানুষই তার সঙ্গে দেখা করতে আসেন। কেননা, পরিণতি নিয়ে তারা শঙ্কিত। যদিও ড. ইউনূস এতে কিছুই মনে করেন না।

ইউনূস সেন্টারের সূত্রে জানা গেছে, সুইজারল্যান্ডে তার জন্য অফিস ও জমি বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে ইউনূস সেন্টার প্রতিষ্ঠার জন্য। কিন্তু তিনি তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছাড়তে চান না। ইউরোপে চলে গেলে তার আন্তর্জাতিক যাতায়াত আরও সহজ হতো, আর তার সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের অভিনব ধারণা ছড়িয়ে দিতে আরও বেশি সময় পেতেন। কিন্তু ড. ইউনূস এই দেশ ছাড়তে রাজি নন— কারণ এ দেশেই তিনি জন্মেছেন। তার প্রথম বিয়েটি ছিল এক মার্কিন নারীর সঙ্গে। যেটি ভেঙে যায় মূলত এই কারণে যে, তিনি বাংলাদেশেই থেকে নিজের চিন্তাভাবনা এগিয়ে নিতে চেয়েছিলেন।

আমি ড. ইউনূসের মতো দেশপ্রেমিক মানুষ আর দেখিনি। কিন্তু তিনি দেশপ্রেম নিয়ে কখনও কথা বলেন না। সেন্টারের সূত্র বলছে, তিনি বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং ৫০০ বেডের একটি শীর্ষস্থানীয় হাসপাতাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার হাতে অর্থও আছে, জমিও আছে। 

কিন্তু বছরের পর বছর যাবৎ তিনি কোনো অনুমোদন পাননি। তার প্রতিষ্ঠিত নার্সিং ইনস্টিটিউট দেশের সবচেয়ে দক্ষ নার্স তৈরি করে। কিন্তু সেই ইনস্টিটিউট সম্প্রসারণ করতে পারছেন না—কারণ, অনুমোদন নেই। ড. ইউনূস এসব বিষয়ে কিছু বলেন না। আমাদের পূর্বপুরুষদের মতো—যারা নীরবে কষ্ট সহ্য করতেন—তিনিও নীরব থাকেন, আর কেবল এক প্রশস্ত হাসি উপহার দেন।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি-স্বেচ্ছাসেবক দলে সংঘর্ষ, আহত ১০ Jun 28, 2025
img
ওপেনিং পজিশনে বিজয়কে না নেয়ার কোনো কারণ থাকতে পারে না : শান্ত Jun 28, 2025
img
টানা ব্যর্থতায় সিয়াটলে নেতৃত্বে রদবদল Jun 28, 2025
img
২০২৬ সালে জিৎ-এর দুই বিপরীত রূপে চমক Jun 28, 2025
img
গুড়া দুধ আমদানি আমাদের জন্য লজ্জার বিষয় : ফরিদা আখতার Jun 28, 2025
img
আসছে মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’ Jun 28, 2025
img
এনবিআরের অচলাবস্থায় বড় ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা Jun 28, 2025
img
কারিগরি শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ গণশিক্ষা উপদেষ্টার Jun 28, 2025
img
ন্যাড়া বেলতলায় একবারই যায় আর যাওয়ার ইচ্ছে নেই: জয়া Jun 28, 2025
img
জামায়াতের যুব নেতার বিএনপিতে যোগদান Jun 28, 2025
img
বিএনপিতে নতুন সদস্য বাড়াতে হবে : মিন্টু Jun 28, 2025
img
‘গোরখোদক’ মনু মিয়ার মৃত্যুতে শোক জানালেন খায়রুল বাসার Jun 28, 2025
img
পাকিস্তানে প্রবল বন্যায় নিহত ২৫, নিখোঁজ ১৭ Jun 28, 2025
ক্ষুদে সাংবাদিকের মুখোমুখি বিসিবি সভাপতি, বিরাট কোহলির সাথে জার্সি বদল করতে চান Jun 28, 2025
‘আমার সাবিলা নূরকে ভালো লাগে, তাসনিয়া ফারিণকে ভালো লাগে না’ Jun 28, 2025
তুফান বেস্ট, তুফান টু আগে আসুক’ Jun 28, 2025
img
প্রাক্তন প্রেমিক-প্রেমিকা শেফালী ও সিদ্ধার্থের একইভাবে মৃত্যু Jun 28, 2025
টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত Jun 28, 2025
img
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ক্ষমার সুযোগ নেই: মান্না Jun 28, 2025
আবারও ব্যাটিং ব্যর্থতা, ইনিংস ব্যবধানে লঙ্কানদের কাছে বিধ্বস্ত শান্তরা! Jun 28, 2025