পুঁজিবাজারে গ্রামীণফোনের লেনদেন পুনরায় শুরু

ঢাকা স্টক একচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে রোববার লেনদেন বন্ধ থাকার পর পুনরায় লেনদেন শুরু করেছে গ্রামীণফোন।

সোমবার ঢাকা স্টক একচেঞ্জ এ তথ্য জানিয়েছে।

এর আগে রোববার অন্তর্বর্তী লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের সমস্যার কারণে দুই স্টক একচেঞ্জেই গ্রামীণফোনের লেনদেন বন্ধ ছিল।

সম্প্রতি চলতি হিসাব বছরের জন্য ৯০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটি তার কর-পরবর্তী মুনাফার ৬৭ শতাংশ লভ্যাংশ হিসেবে প্রদান করবে।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) গ্রামীণফোনের রাজস্ব আয় ৭ হাজার ৯০ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা ১ হাজার ৮০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।

প্রথমার্ধে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ১২ টাকা ১০ পয়সা। ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ১৫ পয়সা।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: