সব আওয়ামী লীগারেরাই মেন্টালি সিক বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তিনি তাদের থেরাপি ও রিহ্যাবে পাঠানোর পরামর্শ দিয়েছেন।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন পিনাকী।
তিনি ফেসবুক পোস্টে বলেন, 'আবু সাঈদকে নিয়ে কটুক্তি করা স্কুলছাত্র একজন মুজিব হতে পারবে।
১৮ বছর বয়সে সে ক্লাস টেনে পড়ে। সাবাশ। সোহরাওয়ার্দীর বডিগার্ডও এমন ছিলো মনে হয় বাইশ বচ্ছরে মেট্রিক পাশ দিছিল।'
পিনাকী আরো বলেন, কিন্তু আবু সাঈদ তো তারে কিছু বলে নাই, কিছু করেও নাই বীরের মতো শহীদ হইছে।
তারে নিয়া কটুক্তির কী আছে? মানে কেন সে শহীদ হইল? কেন সে আন্দোলনে গেল? কেন এমনভাবে শহীদ হইলো যে সারা দেশে আগুন জ্বইলা গেলো? এইটাই আবু সাঈদের দোষ?
তিনি আরো বলেন, এই পোলারে তো রিহ্যাবে পাঠানো দরকার। সে মেন্টালি সিক। অবশ্য সব আওয়ামী লীগারেরাই মেন্টালি সিক। এদের জন্য দুইটা থেরাপি, একটা রিহ্যাব আরেডা তো আপনারা জানেনই।
টিকে/