ব্রিটেনে ছোট নৌকায় অভিবাসীর আগমনে নতুন রেকর্ড

চলতি বছরের এখন পর্যন্ত ছোট নৌকায় চেপে অভিবাসীদের ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড হয়েছে। বছরের প্রথম ছয় মাসে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২০ হাজার আশ্রয়প্রার্থী ব্রিটেনে পৌঁছেছেন। অভিবাসীদের ব্রিটেনে পৌঁছানোর এই সংখ্যা অন্য যেকোনও বছরের একই সময়ের তুলনায় সর্বোচ্চ রেকর্ড। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অভিবাসীদের অবৈধ পথে যুক্তরাজ্যে পৌঁছানোর হার বেড়ে যাওয়ায় তা দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের ওপর চাপ তৈরি করেছে। সরকার অভিবাসীদের সংখ্যা কমাতে কাজ করলেও কোনোভাবে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেবল সোমবারই অন্তত ৮৭৯ জন অভিবাসী ব্রিটেনে পৌঁছেছেন। এ নিয়ে চলতি বছরের প্রথমার্ধে দেশটিতে অভিবাসীদের পৌঁছানোর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৮২ জনে পৌঁছেছে; যা এক বছর আগের তুলনায় ৫০ শতাংশ বেশি।

প্রত্যেক বছর অত্যন্ত বিপজ্জনক সাগর পথে ছোট নৌকায় চেপে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে হাজার হাজার মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করেন। দেশটির ভোটারদের কাছেও অভিবাসীদের অবৈধপথে পৌঁছানোর বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার এই মানবপাচারের পেছনে থাকা চক্র গুঁড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ব্রিটেনের সরকার বলেছে, গত বছরের জুলাই থেকে ২৪ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে। অনুকূল আবহাওয়া ও নৌকায় অধিকসংখ্যক মানুষ পরিবহনে পাচারকারীদের নতুন কৌশলের কারণে সমুদ্রপথে অভিবাসীদের যাত্রা সহজ হয়েছে। গত বছর ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৭৩ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটে।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন সরকার আশ্রয়প্রার্থীদের আবাসনের জন্য ব্যয়বহুল হোটেল ব্যবহারের প্রথাও বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ছোট নৌকার আগমন ঠেকাতে লেবার পার্টির ব্যর্থতায় দেশটির অভিবাসনবিরোধী ও ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজের জনপ্রিয়তা বেড়েছে। দলটি বর্তমানে জাতীয় জনমত জরিপে ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাইজেল ফারাজ লিখেছেন, ‘‘(ছোট নৌকায় আগমনের সংখ্যা) একটি রেকর্ড এবং আমরা যদি আগতদের সবকিছু দিতে থাকি তাহলে এই সংখ্যা আরও বাড়বে।
এর আগে, গত মে মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশটির সামগ্রিক অভিবাসনের সংখ্যা হ্রাস করার প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, ব্রিটেন ‘অচেনা মানুষের এক দ্বীপে’’ পরিণত হওয়ার ঝুঁকিতে আছে।

যদিও তার এই মন্তব্যকে বিভাজনমূলক হিসেবে উল্লেখ করে অনেকে তীব্র সমালোচনা করেন। পরে তিনি এই মন্তব্যের জন্য দুঃখও প্রকাশ করেন।

সূত্র: রয়টার্স।

Share this news on:

সর্বশেষ

img
কলকাতায় নিজের জন্মদিন কীভাবে কাটালেন জয়া আহসান Jul 02, 2025
img
জুলাইয়ে এজবাস্টনে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান Jul 02, 2025
img
জামায়াতের সঙ্গে জোট ও পিআরে নুরের একমত প্রকাশ Jul 02, 2025
img
এই দিন ভুলব না কখনো : নিলা ইসরাফিল Jul 02, 2025
img
‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’ Jul 02, 2025
img
মধ্যরাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরখাস্ত Jul 02, 2025
img
রেমিট্যান্স ও রিজার্ভের রেকর্ড নিয়ে নতুন অর্থবছরের যাত্রা Jul 02, 2025
img
পদযাত্রার মাধ্যমে এনসিপি ইশতেহার ও ঘোষণাপত্র তৈরি করবে : নাহিদ ইসলাম Jul 02, 2025
img
‘জীবনে প্রত্যেকটা হারের হিসেব রাখে না স্কোরবোর্ড’, গোপন গল্পে নতুন ভূমিকায় ধাওয়ান Jul 02, 2025
img
সাংবাদিক বাংলায় প্রশ্ন করতেই আটকালেন প্রসেনজিৎ! অনুবাদ করে সামলালেন রাজকুমার রাও Jul 02, 2025
img
আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল Jul 02, 2025
img
এনসিপি জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলবে : সারজিস Jul 02, 2025
img
রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা Jul 01, 2025
img
যারা প্রোফাইল লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আ. লীগ : পার্থ Jul 01, 2025
img
ইসরায়েল ও নেতানিয়াহুর পতন সন্নিকটে : ইরানি জেনারেল Jul 01, 2025
img
পুলিশের হাতে গ্রেফতার অভিনেত্রী মিনু মুনির Jul 01, 2025
img
প্রাক্তন স্বামীর সঙ্গে শেষ বার কী কথা হয়েছিল শেফালির! Jul 01, 2025
img
৩ জুলাই মুক্তি পাচ্ছে ভারতের পৌরাণিক সিনেমা রামায়ণের লোগো Jul 01, 2025
img
মুদ্দাছির আজিজের কমেডি ছবিতে জুটি বাধছেন সারা-আয়ুষ্মান Jul 01, 2025
img
তামাককে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার দাবি Jul 01, 2025