কয়েক ঘণ্টার অচলাবস্থার পর, অবশেষে মার্কিন সিনেটে পাস হলো ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় সংক্রান্ত মেগা-বিলটি। তবে এর জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে টাই ব্রেকিং ভোট দিতে হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট সিনেটে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। কোনো ভোটাভুটির ক্ষেত্রে পক্ষে-বিপক্ষে সমানসংখ্যক ভোট পড়লে তিনি ফলাফল নির্ধারণের জন্য একটি ভোট দেয়ার সুযোগ পান।
সিনেটে পাস হওয়ার মধ্য দিয়ে প্রস্তাবিত আইনটি পাসের ক্ষেত্রে অন্যতম প্রধান প্রতিবন্ধকতা দূর হলো। তবে এটি আবার হাউস বা নিম্নকক্ষে ফেরত পাঠানো হবে।
এর আগে রিপাবলিকানের প্রতিনিধিরা মাত্র এক ভোটের ব্যবধানে বিলটি হাউস অব রিপ্রেজেনটেটিভে পাস করে সিনেটে পাঠিয়েছিলেন।
ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের আগামী ৪ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন। এরমধ্যেই এটি চূড়ান্ত করে তার কাছে পাঠাতে বলেছেন, যেন এতে স্বাক্ষর করে দ্রুত এটি আইনে পরিণত করতে পারেন। তবে সরকারের আয়ের ঘাটতি, সামাজিক পোগ্রামে কাঁটছাট এবং সরকারের ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে বিতর্ক থাকায় বিলটি নিম্নকক্ষে পাস হতে আরও সময় লাগতে পারে।
স্থানীয় সময় মঙ্গলবার সিনেটে ভোটের জন্য তোলা হলে বিলটির পক্ষে ৫০ আর বিপক্ষে ৫০ জন ভোট দেন। তখন টাই-ব্রেকিং পাওয়ার ব্যবহার করে এটি পাস করান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
পিএ/টিএ