নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাধবদী বড় মসজিদের মাইক থেকে আগুন লাগার ঘোষণা দেয়া হলে আশপাশের ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে মাধবদী, নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, আগুন মুহূর্তেই বাজারজুড়ে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে প্রায় ১০টি স্বর্ণের দোকান রয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীদের সন্দেহ, আগুন স্বর্ণের দোকান থেকেই সূত্রপাত হতে পারে, তবে এটি নিশ্চিত হওয়া যায়নি।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান আহমেদ বলেন, ‘ভোরে খবর পেয়ে আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুনের প্রকৃত কারণ অনুসন্ধান করে পরে বিস্তারিত জানানো হবে।’
আরআর/এসএন