মৌলিক সংস্কার ছাড়া যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ছাত্র-জনতা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।
শুক্রবার (৪ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।
এসময় নির্বাচনী সংস্কার ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও জানান রিফাত।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি মনে করে তারাই কেবল নীতি নির্ধারক, তাহলে তারা ভুল করছে। রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই জুলাই মাসে গণঅভ্যুত্থান ঘটেছে।
তিনি বলেন, অভ্যুত্থানের এক বছর পরে এখনও ময়নাতদন্ত করে গণকবরের লাশগুলো পরিবারের হাতে ফিরিয়ে দেয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আমলের পুলিশ বর্তমানে শেখ হাসিনার সময়কার পুলিশের মতো আচরণ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে আলোচনার জন্য দেখা করা হবে। চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে শুদ্ধি অভিযান ও আন্দোলন শুরু হয়েছে বলেও মন্তব্য করেন রিফাত রশিদ।
আরআর/এসএন