ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদে তালা দেওয়ায় মহিলা দল নেত্রী মালেকা বেগমকে মারধরের ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
চিঠিতে বলা হয়েছে, ইব্রাহিম হাওলাদারের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি। সুতরাং, এসব কর্মকাণ্ডের জন্য তাকে বিএনপি প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে বরাদ্দ ভিজিএফের স্লিপের একটি অংশ ইউনিয়ন মহিলা দলের সভাপতি মালেকা বেগম ইউপি কর্মকর্তার কাছে দাবি করেন। এর প্রেক্ষিতে স্লিপ কম দেওয়ায় কর্মকর্তার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে ৩ জুন মঙ্গলবার সকালে মালেকা বেগম ইউনিয়ন পরিষদের তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের বেশ কয়েকজন নারী-পুরুষ সমর্থকরা তাকে
মারধর করে, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার এক মাস পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন তজুমুদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। তিনি গণমাধ্যমকে জানান, মালেকা বেগম চাঁচড়া ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভাপতি। ঘটনার দিন তিনি
আমাকে ফোনে জানান, ইউনিয়ন পরিষদ সচিবের কক্ষে তালা দিয়েছিলেন এবং তার প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়, এতে তিনি আহত হন। পরবর্তীতে তিনি আর কিছু জানাননি।
ইব্রাহিম হাওলাদারের বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, এটি সেন্ট্রাল কমিটির সিদ্ধান্ত।
পিএ/টিএ