জনপ্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজাকে হাসিনা সরকার নোংরা রাজনীতিতে জড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (৫ জুলাই) জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখতে হবে।
এই স্বৈরাচার হাসিনা হাজার হাজার মায়ের বুক খালি করেছে। দেশের ক্রীড়াঙ্গন ক্যাসিনোতে পরিণত করেছিলো হাসিনা।
মেজর হাফিজ আরও বলেন, ধানমন্ডি এলাকার লোকজনের ছেলে-মেয়েরা মাঠে ঢুকতে পারতো না। এই কারণেই শেখ হাসিনার পরিবারের উপর আল্লাহর গজব এসেছে। আওয়ামী লীগ ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে।
তিনি বলেন, দেশের মানুষ দায়িত্ব দিলে ক্রীড়াঙ্গনে এমন পরিবেশ সৃষ্টি করবো যেখানে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে এই সরকার আশা করি। আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই।
এমআর/টিএ