নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, বিএনপি গত সতেরো বছরে তিলে তিলে হাসিনার বিরুদ্ধে জনমত গড়ে তুলেছে। সেখানে ছাত্র জনতার আত্মত্যাগ স্ফুলিঙ্গের মত কাজ করেছে। ছাত্র জনতার আত্মত্যাগ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। পাশাপাশি বিএনপির অবদানকেও স্বরণ করতে হবে।
শনিবার (৫ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের গলাচিপা এলাকায় মহানগর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমাদের মনে রাখতে হবে জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান ও তার নেতৃৃত্বাধীন বিএনপির লক্ষ কোটি নেতাকর্মী। গত ষোল বছরে বিএনপির দুই হাজারের বেশি নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। আমরা ষাট লক্ষ নেতাকর্মী হামলা মামলায় জর্জরিত ছিলাম।
তিনি আরও বলেন, তারেক রহমান তারুণ্যের অহংকার। তার ঘোষিত ৩১ দফা অনুযায়ী একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাবে। নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলা হবে। যুবকদের ও তরুণদের দলে অন্তর্ভূক্ত করার জন্য সারা দেশে এ সমাবেশ চলছে। আপনারা নিজ নিজ এলাকায় এ ফরমগুলো পূরণ করবেন।
খোরশেদ বলেন, বিএনপি সেই দল যার নেতা শহীদ জিয়ার ঘোষণায় এ দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ এ দেশকে ধ্বংস করে দিয়েছিল। সেখান থেকে মাত্র চার বছরে জিয়াউর রহমান বাংলাদেশকে পুনর্গঠন করতে সফল হয়েছিল। তারপর দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন। শীঘ্রই আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে পারবো বলে আশা করছি।
মহানগর বিএনপি নেতা শাহজাহান খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, আনোয়ার মাহমুদ বকুল, মজিবুর রহমান সরকার, আক্তার হোসেন খোকন শাহ, নুরুল হক চৌধুরী দিপু, হাজী মোহাম্মদ শাহীন, মনিরুজ্জামান মনির, এন ইসলাম জানু, মহানগর কৃষক দলের সিনিয়র সহ সভাপতি নাজমুল কবির নাহিদ ও দপ্তর সম্পাদক শওকত খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এফপি/ টিকে