জুলাই বিপ্লবের মতো সামনের নির্বাচনে তরুণদের নেতৃত্বে ভোট বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আজ শনিবার রাতে কুষ্টিয়া জেলা কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় এই মন্তব্য করেন তিনি।
এ সময় আবু হানিফ বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে বিগত সময়ে তিনটি বিতর্কিত নির্বাচন করেছে। গত ১৫ বছর তারা একদলীয় শাসন কায়েম করেছিল।
বিরোধী রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় আওয়ামী লীগ। জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল তরুণরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে জুলাইয়ে রাজপথে নেমেছিল।
তারপর সেই আন্দোলনে সবাই রাজপথে নামে, বিদায় হয় ফ্যাসিবাদের।’
তিনি বলেন, ‘আমরা চাই, এই তরুণরা আগামীতে নেতৃত্বে দেবেন। জুলাই বিপ্লবের মতো আগামী নির্বাচনে তরুণদের নেতৃত্বে ভোট বিপ্লব ঘটবে। দেশের মানুষ এখন অনেক সচেতন, আমরা এই সচেতন মানুষদের নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই।’
আবু হানিফ বলেন, ‘আগামী নির্বাচনে প্রায় ৪ কোটির বেশি তরুণ ভোটার ভোট দেবেন, যারা বিগত সময়ে ভোট দিতে পারেননি। এই ভোটাররা নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবেন।’
তিনি বলেন, ‘গণ অধিকার পরিষদ বাংলাদেশের তরুণদের প্রথম রাজনৈতিক দল। আমরা ১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করছি। ২০২১ সালে এই তরুণদের নেতৃত্বে নতুন ধারার রাজনীতির অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করে গণ অধিকার পরিষদ।
আমরা এই দেশে গতানুগতিক রাজনীতির বাইরে, নতুন রাজনীতির কথা বলছি। আমরা ২১ সালেই বলেছিলাম এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, ক্ষমতার ভারসাম্য আনার জন্য প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা, সংখ্যানুপাতিক হারে নির্বাচন আয়োজনের কথা।’
উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম বলেন, ‘এই গণ-অভ্যুত্থান ৩৬ দিনের নয়, দীর্ঘদিন রাজনৈতিক দল এবং ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আমাদের এই বিজয়। আমাদের আদালত, সচিবালয়সহ যেখানে ফ্যাসিবাদের দোসররা রয়েছে তাদের অপসারণ করতে হবে।
আওয়ামী লীগের দোসর ১৪ দল এবং জাতীয় পার্টিকেও বিচারের মুখোমুখি করতে হবে।’
মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। এতে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ইব্রাহিম রনক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পিন্টু, কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, পৌর গণঅধিকার পরিষদের সভাপতি এম এ শাহেদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজিজুল ইসলাম, যুব অধিকার পরিষদের আহ্বায়ক জিলহজ্ব খান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিতা প্রমুখ।
এমআর/টিকে