বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি যেন তেন বা পাতানো নয়, বিএনপি জনগনের ভোটে প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায়। তিনি বলেন, যারা সিটের জন্য অন্য দলের মুখাপেক্ষী, তাদের মুখে পাতানো নির্বাচনের আশঙ্কা শোভা পায় না ।
শনিবার (০৫ জুলাই) রাতে ময়মনসিংহের হলুয়াঘাট পৌর শহরে ৩ নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের সদস্য নবায়ন ও নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন ।
হলুয়াঘাট পৌর শহরে ইমেক্স হোটেল মিলনায়তনে পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল আজিজ খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, যুগ্ম-আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, মনিরুজ্জামান স্বাধীন প্র্রমুখ বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স দলীয় নেতাকর্মীদের প্রতি এলাকার সর্বশ্রেণীর মানুষকে বিএনপির সদস্য করার উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে বলেন, আওয়ামী দোসর ও সমাজ বিরোধী কাউকে দলে সম্পৃক্ত করা যাবে না। তিনি সতর্কতার সাথে সদস্য নবায়ন ও নতুন অন্তরভুক্তির কার্যক্রম পরিচালোনার পাশাপাশি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা ও তারেক রহমানের একত্রিশ দফা ও ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বেকারভাতা, সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখাসহ জনকল্যাণমূলক কর্মসূচি প্রচার করার আহ্বান জানান ।
তিনি বিএনপির বিরুদ্ধে মহল বিশেষের অপপ্রচারের বিষয়ে উল্লেখ করে বলেন, তাদের অপপ্রচারে জনসাধারণ যেনো বিভ্রান্ত না হয় সেদিকে দলের কর্মীদের দৃষ্টি রাখতে হবে। কয়েকটি দল নির্বাচন নিয়ে কৌশলের নামে নির্বাচন বিলম্বিত করতে নিত্য নতুন নতুন ইস্যুকে ইস্যু বানাতে তৎপর। নির্বাচন নিয়ে কোনও যড়যন্ত্র জনগণ বরদাশত করবে না। যারা জনগণকে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে যড়যন্ত্র করছে।
এর আগে আজ সকালে তিনি হালুয়াঘাট উপজেলার ইউপি সদস্য ও বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের ওয়ার্ড প্রতিনিধিদের সাথে অগ্রযাত্রা কনভেশন সেন্টারে পৃথক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।
ইউটি/টিকে