‘আমেরিকা পার্টি’ নিয়ে ইলন মাস্কের জনমত জরিপে ৬৫% সমর্থন

মাল্টিবিলিয়নেয়ার এলন মাস্ক, যিনি সম্প্রতি সম্ভাব্যভাবে আর্থিক সহায়তা দান করে একটি নতুন আমেরিকান রাজনৈতিক দল গঠনের কথা বলেছেন, শুরুতে কয়েকটি সহজলভ্য হাউস ও সিনেট আসনে মনোনিবেশ করতে পারেন। এরপর এই দলের উদ্দেশ্য হবে কংগ্রেসের সংকীর্ণ ভোটে বড় সিদ্ধান্তগুলিতে নির্ণায়ক ভোট হিসেবে কাজ করা।

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্ক শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (যা তার নিজস্ব) একটি পোস্টে এই পরিকল্পনার কথা জানান, একই সময়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিশিগন রাজ্যের বাজেট বিল নিয়ে বিতর্ক চালিয়ে যাচ্ছেন, যেটি ট্রাম্প সই করে আইন করে দিয়েছেন। “এটির বাস্তবায়নের একটি উপায় হল শুধু ২ বা ৩টি সিনেট আসন এবং ৮ থেকে ১০টি হাউস জেলা নিয়ে ফোকাস করা,” মাস্ক লেখেন। “কংগ্রেসের ভোটের এত সংকীর্ণ ব্যবধান বিবেচনা করলে, এতটুকুই যথেষ্ট হবে বিতর্কিত আইনে নির্ণায়ক ভোট হিসেবে কাজ করার জন্য, যা জনগণের সত্যিকারের ইচ্ছা প্রতিফলিত করবে।”

মাস্ক কোনো নির্দিষ্ট আসন উল্লেখ করেননি। শুক্রবার, যখন যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতার ২৪৯তম বার্ষিকী পালন করছিল, মাস্ক তার এক্স প্ল্যাটফর্মে একটি জরিপ শেয়ার করেন যেখানে অনুসারীদের জিজ্ঞাসা করা হয়, তিনি কি তার পূর্বে উল্লেখিত ‘আমেরিকা পার্টি’ গঠন নিয়ে এগিয়ে যাওয়া উচিত কি না, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়কে চ্যালেঞ্জ করবে। প্রায় ১.২৫ মিলিয়ন ভোটের মধ্যে ৬৫% এরও বেশি “হ্যাঁ” ভোট দিয়েছে।

মাস্ক লিখেছেন, “স্বাধীনতা দিবস হল সেই সময় যখন আপনাদের কাছে প্রশ্ন করা উচিত, আপনি কি দুই পার্টির (যারা এটিকে ইউনিপার্টি বলে) শাসন থেকে স্বাধীনতা চান!”

মাস্কের এই পোস্টগুলো আসে সেই সময় যখন তিনি ট্রাম্পের ২০২৪ সালের বিজয়ী প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রচারণায় তার সম্পদের $২৭৭ মিলিয়ন ব্যয় করেছিলেন। রিপাবলিকান প্রেসিডেন্ট মাস্ককে পুরস্কৃত করেন ‘সরকারি দক্ষতা বিভাগ’ বা DOGE-এর প্রধান হিসেবে নিযুক্ত করে, যা হঠাৎ করেই নানা সরকারি কর্মসংস্থান ও প্রোগ্রাম কাটছাঁট করে দাবি করে $১৯০ বিলিয়ন সাশ্রয় করেছে।

তবে পার্টনারশিপ ফর পাবলিক সার্ভিসের এক বিশ্লেষণে দেখা গেছে, DOGE-এর এই পদক্ষেপ সম্ভবত করদাতাদের জন্য $১৩৫ বিলিয়ন ক্ষতির কারণ হয়েছে।

মাস্ক মে মাসের শেষে DOGE থেকে সরে আসেন এবং সম্প্রতি ট্রাম্পের পক্ষ থেকে $৩.৩ ট্রিলিয়ন মার্কিন ঋণ বাড়ানোর বাজেট বিল সমর্থনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, যারা কংগ্রেস সদস্যরা এই বিলকে সমর্থন করবেন, তাদের বিরুদ্ধে প্রাইমারি নির্বাচনে আর্থিক সহায়তা দেবেন এবং বিল পাস হলে ‘আমেরিকা পার্টি’ গঠন করবেন।

হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এই বিলকে ২১৮ থেকে ২১৪ ভোটে অনুমোদন দিয়েছে, যেখানে মাত্র দুই রিপাবলিকান ডেমোক্র্যাটদের সঙ্গে বিলের বিরোধিতা করেছেন। সিনেটে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ৫০-৫০ ডেডলক ভাঙেন বিলের পক্ষে। ট্রাম্প বিল পাসের কয়েক ঘণ্টার মধ্যেই তা সই করেন, মাস্কের ‘আমেরিকা পার্টি’ সংক্রান্ত জরিপের পর।

ট্রাম্পের বাজেট বিলের ভোটাভুটি দেখিয়েছে, কংগ্রেসে কতটা সংকীর্ণ ব্যবধানেই বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রাম্প মাস্ককে সতর্ক করেছেন যে তার এজেন্ডার সরাসরি বিরোধিতা তাকে ব্যক্তিগত ক্ষতির মুখে ফেলবে। গত কয়েক মাসে অভিবাসীদের ব্যাপক বহিষ্কারের পরিকল্পনা চালানোর পাশাপাশি তিনি মাস্ককে দেশ থেকে বিতাড়নের কথাও উত্থাপন করেছেন এবং মাস্কের কিছু কোম্পানির জন্য সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন।


 ইউটি/টিকে




Share this news on:

সর্বশেষ

img
পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে পারে রাশিয়া Nov 05, 2025
img
আমির-সালমানের অদ্ভুত জুটি, আজও দর্শকদের প্রিয় Nov 05, 2025
img
নির্বাচনেই জাতির ভাগ্যের ফয়সালা হবে: জামায়াত আমির Nov 05, 2025
img
সংগীত চর্চায় সৌদি সরকার নিচ্ছে বড় পদক্ষেপ Nov 05, 2025
img
শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই: হাবিবুর রহমান হাবিব Nov 05, 2025
img
বিবাহবিচ্ছেদের গুঞ্জনে ঐশ্বরিয়ার স্পষ্ট জবাব! Nov 05, 2025
img
বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ না, টার্গেট ছিলেন বাবলা: সিএমপি কমিশনার Nov 05, 2025
img
এমপি প্রার্থীকে গুলি, হামলাকারীদের গ্রেপ্তার দাবি মির্জা ফখরুলের Nov 05, 2025
img
মাস্কের ঘনিষ্ঠজন আইজ্যাকম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনয়ন দিলেন ট্রাম্প Nov 05, 2025
img
পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ Nov 05, 2025
img
জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতেই বিএনপি কাজ করছে : আমীর খসরু Nov 05, 2025
img
অ্যাকশন ও রোমান্সের মেলবন্ধনে আসছে দীপিকা- শাহরুখ জুটি! Nov 05, 2025
img
নভেম্বরের ৪ দিনে দেশে রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার Nov 05, 2025
img
চ্যাম্পিয়ন দলের ১০ ক্রিকেটার নিয়ে স্কোয়াড ঘোষণা করলো আফগানিস্তান Nov 05, 2025
img
জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে সাবেক শিক্ষার্থীরা Nov 05, 2025
img
ইসির সামনে তারেকের অনশন, নিয়ে আসা হয়েছে অ্যাম্বুলেন্স Nov 05, 2025
img
কান আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশগ্রহণ করবেন পূজা সেনগুপ্ত Nov 05, 2025
img
অবসরের প্রশ্নে চমকপ্রদ উত্তর দিলেন রোনালদো Nov 05, 2025
img
বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের Nov 05, 2025
img
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে: গভর্নর Nov 05, 2025