যশোরের মণিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের নাজমুল হোসেন (৪০) ও গাইবান্ধার শেখহাটি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের রতন হোসেন (২৭)।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বাবলুর খান জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক নাজমুল হোসেন ও যাত্রী রতন হোসেন।
দুর্ঘটনায় আহত হন ভ্যানের বাকি তিন যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ হাইওয়ে পুলিশের সহায়তায় বেগারিতলা এলাকায় অভিযান চালিয়ে ঘাতক বাস ও চালক আব্দুল গণিকে আটক করে।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া প্রাথমিক অবস্থায় রয়েছে বলে জানান ওসি শেখ বাবলুর খান।