গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ‘জাতির সঙ্গে সর্বপ্রথম বেঈমানি উপদেষ্টা পরিষদে থেকে দল গঠন করা। দল করবেন ভালো কথা, সরকারে না গিয়ে তো দল করতে পারতেন।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যখন আসিফ মাহমুদ উপদেষ্টা তখন আমাদের ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল হচ্ছে সেখানে যারা প্রার্থী তাদের তিনি ফোন দিয়েছেন বারবার টেক্সট করছেন।
তিনি বলছেন, তুমি যেও না ওখানে, কাউন্সিলে কেন অংশ নিচ্ছো? আমাদের সঙ্গে থাকো, যা লাগে সব দিব। আসিফ মাহমুদ এই কাজ নিজে করেছেন। এমনকি মাহফুজ আলম নিজেও কিন্তু বিভিন্ন সময় আমাদের সঙ্গে বসছে যে তারা দল কীভাবে গঠন করবে। নাহিদ ইসলাম নিজে আমাদের সঙ্গে কথা বলেছেন, এগুলো অস্বীকার করার কিচ্ছু নাই।
তিনি উপদেষ্টা পদের শপথ লঙ্ঘন করেছেন। দল গঠন একটি চলমান প্রক্রিয়া। উপদেষ্টা পরিষদে থেকেই সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন নাহিদ ইসলাম। এখনো পর্যন্ত এনসিপির সঙ্গেই কাজ করছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ।
রেস্টুরেন্টে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করছেন আসিফ মাহমুদ। সেই ভিডিও কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যারা জার্নালিস্ট যারা অক্টিভিস্ট তারা প্রকাশ করেছেন।’
এনসিপি নেতাদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ‘তাদের ছয়জনের সঙ্গে যার যার বন্ধুত্ব ঘনিষ্ঠতা ছিল একেকজন এক একটা করে উপদেষ্টা নিয়েছে এবং সেই উপদেষ্টাদের মাধ্যমে এখন বিভিন্ন তদবির, বাণিজ্য, সুবিধা নেওয়া এই কাজগুলো তারা করছেন।’
এসএন