ডিসি-এসপিরা চিপায় পড়ে ভালো ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
আজ রবিবার (৬ জুলাই) রাত ৮টার দিকে রাজশাহী নগরীর জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে তিনি বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, যদি হাসিনার পতন না হতো তাহলে এই ডিসি-এসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতেন।
তিনি বলেন, প্রিয় রাজশাহীবাসী- বাংলার আকাশে দুর্যগের ঘনঘটা দেখা দিচ্ছে।
আপনাদের সতর্ক থাকতে হবে। আমরা বেঁচে থাকতে আর কাউকে গুম হতে দেওয়া যাবে না। কোনো মায়ের বুক আর খালি হবে না। কোনো ইলিয়াস আর হারিয়ে যাবে না।
কোনো দেশপ্রেমিক সাংবাদিককে বিদেশে পালিয়ে থাকতে হবে না।
তিনি আরো বলেন, যারা প্রশাসনে আসেন, আপনারা যদি ভেবে থাকেন ক্ষমতাপন্থী হবেন, তাহলে ভুল করছেন। ভুলে যাবেন না, গত ১৬ বছরের ডিসি এসপিদের কী অবস্থা হয়েছে। আপনারা ভুলে যাবেন না, এই দিন- দিন না, আরো দিন আছে।
আমরা আপনাদের বলব না এনসিপি হোন। রাজনীতিপন্থী হওয়ার পরিণতি আপনারা দেখেছেন। আবার যদি কেউ স্বৈরাচারের পক্ষ নেই এই দেশে তার আর কোনো জায়গা হবে না।
পিএ/ এসএন