'তারেক রহমানের অপেক্ষায় গোটা বাংলাদেশ'

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিগত ১৭ বছর দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে একাধিকবার হামলা, মামলা ও কারাবরণ করেও রাজপথে থাকা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, আমাদের নেতা তারেক রহমানের অপেক্ষায় গোটা বাংলাদেশ। তারেক রহমানের দেশে ফেরা শুধু বিএনপির জন্যই নয়; দেশের রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের অতীত এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনায় নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ক্লিন ইমেজের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান আরও বলেছেন, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন থেকে ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রকারীদের কারণে প্রবাসে রয়েছেন। সেইসব ষড়যন্ত্রকারীদের এই বাংলার মাটিতে বিচার করা হবে।

অতীতে এখানকার অসংখ্য হিন্দু সম্প্রদায়ের মানুষকে অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য রামশীলে যেতে হয়েছে। সেইসব অত্যাচারী ও তাদের আশ্রয়দাতাকে মানুষ ভুলে যায়নি। ওদেরকে ঘৃণাভরে প্রত্যাখান করতে হবে। আর কোনোদিন রামশীল নাটক হতে দেয়া হবেনা।

তিনি আরও বলেছেন, বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে দলের চরম দুর্দিনে যাদের একটিবারের জন্যও রাজপথে খুঁজে পাওয়া যায়নি। যারা দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের খোঁজ রাখেনি। গত ৫ আগস্টের পর সেই ধরনের অনেক নামধারী বিএনপির নেতা আজ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নানা প্রকার অসামাজিক-অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে দলের দুর্নাম ছড়াচ্ছে।

তাদের কাছে দলীয় আদর্শ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যের চেয়ে ব্যক্তিগত স্বার্থ মুখ্য হয়ে উঠেছে। তাদের ব্যাপারে আমাদের নেতা তারেক রহমান অবগত রয়েছেন। তিনি (তারেক রহমান) দেশে ফেরার পর বিএনপি নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িত, তাদের বিরুদ্ধে রাজনৈতিক শুদ্ধি অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল বিভাগের সবচেয়ে বেশি হিন্দু অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলার বাটরা প্রেমচাঁদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কীর্তন আঙ্গিনায় রবিবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে আটটার দিকে স্থানীয় হিন্দু সমাজের নারী-পুরুষের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তৃণমূল বিএনপি ও সকল ধর্মের সাধারণ ভোটারদের একমাত্র আস্থাভাজন প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, আমাদের নেতা তারেক রহমান দেশে ফেরার পর বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। কারণ তিনি (তারেক রহমান) এ দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী।

রাজিহার ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা তরুণ কান্তি হালদার। বক্তব্য রাখেন, মন্টু হালদার, দুলাল চন্দ্র বালা, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ মিলন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরা প্রমুখ।

সভায় উপস্থিত সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ ক্লিন ইমেজের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পরেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবদুস সোবহানের পক্ষে একযোগে কাজ করার মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এফপি/ টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ Sep 14, 2025
img
৬ মাসের মধ্যেই ক্ষমতা ছাড়বেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী Sep 14, 2025
img
বলিউড তারকাদের বিলাসী শখে ক্ষুব্ধ আমির খান Sep 14, 2025
img
বছরের শেষ রাতে প্রেক্ষাগৃহে ফিরছে কার্তিক-অনন্যা জুটি Sep 14, 2025
img
উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি : অর্থ উপদেষ্টা Sep 14, 2025
img
ঢাকায় শুরু হচ্ছে সার্ক দেশগুলোর পণ্য নিয়ে বৃহৎ বাণিজ্য মেলা Sep 14, 2025
img
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবর Sep 14, 2025
img
এবার আইটেম গানে চমক দিলেন সামিরা খান মাহি! Sep 14, 2025
img
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, ৭ জনের মনোনয়ন ফরম গ্রহণ Sep 14, 2025
img
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ৬৮৫ Sep 14, 2025
img
বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তা ও দুধকুমার নদী, প্লাবিত হতে পারে উত্তরাঞ্চলের নিম্নাঞ্চল Sep 14, 2025
img
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতির আসনে সৌরভ গাঙ্গুলি! Sep 14, 2025
img
সাদিক কায়েমের ফেসবুকে সাইবার হামলা, আইনশৃঙ্খলা বাহিনীতে অভিযোগ Sep 14, 2025
img
ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা Sep 14, 2025
img
বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ ফিলিপাইনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের Sep 14, 2025
img
লা লিগায় ইয়ামালবিহীন বার্সার হতাশাজনক রেকর্ড Sep 14, 2025
img
বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মধুমিতা, কে হচ্ছেন জীবনসঙ্গী? Sep 14, 2025
img
বাংলাদেশের রাজনীতিতে আরেকটি ছায়া মওদুদীবাদী দল প্রয়োজন নেই : মাহফুজ আলম Sep 14, 2025
img
অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন চমক Sep 14, 2025
img
নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২ Sep 14, 2025