যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার থেকে বিভিন্ন দেশের উদ্দেশ্যে প্রথম দফার শুল্ক চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন। তার বেঁধে দেওয়া সময়সীমার আগে এসব দেশের সঙ্গে চুক্তি না হলে আগের মতো উচ্চ শুল্ক পুনরায় কার্যকর হবে।
রবিবার ট্রাম্প বলেন, তিনি প্রথম দফায় ১৫টি চিঠি পাঠাবেন যাতে জানানো হবে, যদি সংশ্লিষ্ট দেশগুলো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে আমদানি পণ্যের ওপর তার পূর্বঘোষিত উচ্চ শুল্ক পুনরায় কার্যকর হবে।
তবে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, এই শুল্ক ব্যবস্থা ১ আগস্টের আগে কার্যকর হবে না- যা চুক্তির জন্য কিছুটা অতিরিক্ত সময় দিচ্ছে।
তিনি বলেন, শুল্কের এই সিদ্ধান্ত অবিলম্বে বুমেরাং হয়ে ফিরে আসবে না।
ট্রাম্প তা ট্রুথ স্যোশালে এক পোস্টে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, সোমবার (জুলাই ৭) দুপুর ১২টা (ইস্টার্ন টাইম) থেকে বিভিন্ন দেশের কাছে ‘শুল্ক চিঠি’ অথবা চুক্তিপত্র পাঠানো শুরু হবে।’
পরবর্তী একটি পোস্টে তিনি হুমকি দিয়ে বলেন, যারা উদীয়মান ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) জোটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করছে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।তিনি তাদের ‘অ্যান্টি-আমেরিকান’ মনোভাবের জন্য দায়ী করেন, কারণ তারা রবিবারের এক সম্মেলনে ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করেছেন।
কেএন/টিকে