গত মাসে ইরানের সঙ্গে ইসরায়েলে ১২ দিনের যুদ্ধে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। তিনি সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন।
ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছে কি না এমন প্রশ্নের জবাবে মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনকে মাসউদ বলেন, ‘হ্যাঁ তারা চেষ্টা করেছিল। তারা সে অনুযায়ী কাজও করেছিল। কিন্তু তারা ব্যর্থ হয়।’
ফার্সি থেকে তার মন্তব্যের অনুবাদ অনুযায়ী, সাম্প্রতিক যুদ্ধের সময় তাকে হত্যাচেষ্টার স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, ‘আমার জীবনের উপর হামলার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না। এটা ছিল ইসরায়েল। আমি একটা মিটিংয়ে ছিলাম। আমরা যেখানে মিটিংটি করছিলাম সেই এলাকায় তারা বোমা হামলা করার চেষ্টা করেছিল।’
ইসরায়েল ১৩ জুন ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করে। এতে দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। দেশটির বিচার বিভাগের মতে, এ যুদ্ধে ইরানের ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে, ইরানের হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একত্রে ইরানের ফোর্দো, ইসফাহান ও নাতাঞ্জের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।
কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারের প্রেসিডেন্ট মাসউদ আরো জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে তার দেশের কোনো সমস্যা নেই, দুই দেশের মধ্যে আস্থা পুনঃপ্রতিষ্ঠিত করা গেলে তবেই তা সম্ভব।
তিনি বলেন, ‘আলোচনা পুনরায় শুরু করার জন্য একটি শর্ত আছে। আমরা কিভাবে যুক্তরাষ্ট্রকে আবার বিশ্বাস করব? আমরা কিভাবে নিশ্চিত হবো আলোচনা চলাকালীন ইসরায়েলকে আবার আমাদের উপর আক্রমণ করার অনুমতি দেওয়া হবে না?’
সূত্র : এএফপি
আরআর/এসএন