অনলাইন প্রতারণার জালে নিঃস্ব শত পরিবার, নড়াইলে গ্রেফতার ৪

রাজকীয় জীবনযাপন আর মাদকের অর্থ জোগাতে অনলাইনে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে শত শত পরিবারকে নিঃস্ব করা প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল জেলা ডিবি পুলিশ।

সোমবার (৭ জুলাই) কালিয়া উপজেলার রঘুনাথপুর ও যাদবপুরে আট ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. শুকুর আলী মুন্সির ছেলে মো. মুসাব্বির মুন্সি ছিপাতুল্যা (২৮), যাদবপুর গ্রামের শেখ বাহার উদ্দিনের দুই ছেলে মো. নাজমুল হুসাইন (৩১) ও বাপ্পি হাসান অভি (২৭) এবং একই গ্রামের মো. আফসার মীনার ছেলে মো. রনি মীনা (৪১)।

ডিবি জানায়, অনলাইনে চমকপ্রদসব বিজ্ঞাপনের পরতে পরতে বুনে রাখা হয় প্রতারণার জাল। আর সেই জালে পা দিলেই নিঃস্ব হয় মানুষ। এমনই অনলাইন প্রতারক চক্রের সুচতুর সদস্যদের ধরতে অভিযানে নামে তারা।

দুটি মামলার সূত্র ধরে সোমবার দিনের আলো ফুটে ওঠার আগেই কালিয়া উপজেলার রঘুনাথপুরে হানা দেয় পুলিশ। তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয় মুসাব্বির মুন্সি ছিপাতুল্যাকে।

পরের গন্তব্য ছিল পার্শ্ববর্তী গ্রাম যাদবপুরে। নবনির্মিত একতলা ভবনে তখনও গভীর ঘুমে আচ্ছন্ন দুই ভাই নাজমুল হুসাইন ও বাপ্পি হাসান অভি। পুলিশের উপস্থিতি টের পেয়ে সব প্রমাণ সরিয়ে ফেলার ব্যর্থ চেষ্টা করেন তাদের স্ত্রীরা। প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমসহ গ্রেফতার করা হয় দুই ভাইকে। একই এলাকা থেকে রনি মীনা নামে আরও এক অনলাইন প্রতারককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা গণমাধ্যমকে জানান, অতিরিক্ত টাকা উপার্জনের আশায় অনলাইন প্রতারণাকে পেশা হিসেবে বেছে নিয়েছে কালিয়া উপজেলার যাদবপুর, রঘুনাথপুর, চাঁদপুর, মহিষখোলাসহ আশপাশের অন্তত ১০ গ্রামের হাজারো পরিবার।

তারা আরও জানান, প্রতারণা করে হাতিয়ে নেয়া অর্থ পারিবারিক প্রয়োজন মেটানোর পাশাপাশি নিজেদের বিলাসী জীবন, মাদক ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মে খরচ করেন তারা।

প্রতারণার শিকার মাদারীপুরের নয়ন টিকাদার গণমাধ্যমকে মুঠোফোনে বলেন, ‘মোবাইল ফোনের বিজ্ঞাপন দেখে প্রথমে ৩০০ টাকা দি। পরে তাদের ফাঁদে পড়ে ৩ হাজার টাকার ফোনের জন্য ২১ হাজার টাকা দিছি। আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য জমানো টাকা ছিল ওটা। কান্নাকাটি করছি, অনেকবার কল দিছি তাদের; আমার ফোন, টাকা–কোনোটাই দিনি তারা।’

আরেক ভুক্তভোগী আহাদ বলেন, ‘একটা মোটরসাইকেলের জন্য কয়েক দফায় ১ লাখ ৯৫ হাজার টাকা তাদের দিছি। গাড়ি দেয়ার কথা বলে আমাকে এক মাস ধরে হয়রানি করছে।
বাংলাদেশের আইনের বাইরেও যদি কোনো বিচার থাকে–প্রতারক চক্রের যেন কঠোর শাস্তি হয়।’

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জেলা পুলিশের অভিযানে অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও প্রতারণা সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতারক চক্রের সদস্যরা প্রথমে ফেসবুক পেজে লোভনীয় বিজ্ঞাপন দেয়। পরে পেজগুলো বুস্টিংয়ের মাধ্যমে বেশি মানুষের কাছে তাদের বিজ্ঞাপন পৌঁছে দেয়। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোম্পানির এজেন্টদের মাধ্যমে চড়া দামে অন্যের নামে রেজিস্ট্রেশন করা সিম কিনে সেগুলো দিয়ে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে লেনদেন করে।

নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অনলাইন প্রতারক চক্র নির্মূলের আশ্বাসের পাশাপাশি অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেন জেলা পুলিশের এই কর্মকর্তা।

এফপি/ টিএ  

Share this news on:

সর্বশেষ

img
জবাবদিহিতামূলক নেতৃত্ব চাইলে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিন : রিজওয়ানা হাসান Jan 19, 2026
img
তারেক রহমানের গাড়িতে ফেলে যাওয়া খাম ঘিরে চাঞ্চল্য, কী ছিল তাতে! Jan 19, 2026
img
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা Jan 19, 2026
img
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাগ্য চূড়ান্ত হবে ২১ জানুয়ারি Jan 19, 2026
img
খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে বলেছেন : রবিন Jan 19, 2026
img
তারেক রহমানের গাড়িতে খাম সেঁটে দেওয়া বাইকার এখনো শনাক্ত হননি Jan 19, 2026
img

৫০তম বিসিএস পরীক্ষা

আইন-শৃঙ্খলা রক্ষায় শতাধিক ম্যাজিস্ট্রেট নিয়োগ Jan 19, 2026
img
প্রতিপক্ষ আবারও আমাকে সাহায্য করলো: আবদুল আউয়াল মিন্টু Jan 19, 2026
img
নারায়ণগঞ্জে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Jan 19, 2026
img
প্রতিদিন বাবার সামনে কাঁদতাম: হর্শিত রানা Jan 19, 2026
img
এই পৃথিবী শুধু পুরুষদের সফল হওয়ার জন্য নয়: জাইমা রহমান Jan 19, 2026
img
মুফতি আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা Jan 19, 2026
img
তারেক রহমানের সিলেট সফর ঘিরে নিরাপত্তা বাড়াচ্ছে এসএমপি Jan 19, 2026
img
বিচারের মুখোমুখি অলিম্পিক কিংবদন্তি Jan 19, 2026
img
সাইকেল চালানো শিখিয়ে ২ বছরে প্রায় ৪৭ লাখ টাকা আয় করলো চীনা শিক্ষার্থী Jan 19, 2026
img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ Jan 19, 2026
img
বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দিলো সরকার Jan 19, 2026
img
ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডা, রুমিন ফারহানাকে শোকজ Jan 19, 2026
img
বিপিএল ফাইনাল ম্যাচের সময় পরিবর্তন Jan 19, 2026
img
পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Jan 19, 2026