কক্সবাজারের চকরিয়ায় অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযানে নেতৃত্ব দেওয়া থানার উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) তাকে চকরিয়া থানা থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে এক মামলার আসামি সাজ্জাদ হোসেনকে (২৫) গ্রেফতার করেন এসআই সঞ্জীব পাল। সাজ্জাদ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারের পর সাজ্জাদকে থানার সিএনজিচালিত অটোরিকশায় তোলার সময় তার স্বজনেরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় তারা সাজ্জাদকে ছিনিয়ে নিয়ে যান।
ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে রোববার রাতেই মামলা করেন। এতে ছয়জনের নাম উল্লেখ এবং আরও চার-পাঁচজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এ ঘটনায় তাকেই প্রত্যাহার করা হয়েছে।
আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে সোমবার দিনগত রাত ১২টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে প্রত্যাহার হওয়া এসআই সঞ্জীব পাল বলেন, সাজ্জাদকে গ্রেফতার করে অটোরিকশায় তোলার সময় অতর্কিত তার স্বজনেরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। ঘটনার পর আমাকেই প্রত্যাহার করা হয়েছে।
আরআর/টিকে